ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

নাপোলি-ডর্টমুন্ডের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
নাপোলি-ডর্টমুন্ডের গোল উৎসব

ঢাকা: ইউরোপা লিগে উড়ন্ত জয় পেয়েছে নাপোলি ও বুরুশিয়া ডর্টমুন্ড। ড্যানিশ ক্লাব মিডজিল্যান্ডকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ইতালিয়ান জায়ান্ট নাপোলি।

অপর ম্যাচে আজারবাইজানের কাবালার বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয় পায় বুরুশিয়া।

সাও পাওলো স্টেডিয়ামে খেলার শুরু থেকেই অাধিপত্য বিস্তার করে খেলে নাপোলি। ১৩ মিনিটের মাথায় লিড এনে দেন মরক্কোর মিডফিল্ডার ওমর এল কাদ্দুরি। এর ১০ মিনিট পরেই ব্যবধান দ্বিগুন করেন মানোলো গ্যাব্বিয়াদিনি। ৩৮ মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেন ২৩ বছর বয়সী এ ইতালিয়ান স্ট্রাইকার। তিন গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে প্রথম গোলদাতার পাসে গোলের খাতায় নাম লেখান ইতালিয়ান মিডফিল্ডার ক্রিস্টিয়ান ম্যাগিও। ৭৭ মিনিটে দলের হয়ে পঞ্চম গোলটি করেন ম্যাগিওর স্বদেশী স্ট্রাইকার জোসে ক্যালিজন।

ঘরের মাঠে নাপোলির মতো বুরুশিয়াও নিজেদের আধিপত্য বজায় রাখে। সিগনাল ইদুনা পার্কে স্বাগতিকদের আক্রমণাত্মক ফুটবলের সামনে অসহায় আত্মসমর্পণ করে অপেক্ষাকৃত দুর্বল দল কাবালা। ২৮ মিনিটে গোল উৎসবের সূচনা করেন জার্মান তারকা মার্কো রিউস।

প্রথমার্ধের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন স্ট্রাইকার পিয়েরে এমেরিক উবামেয়াং। দু’টি গোলই আসে আর্মেনিয়ান মিডফিল্ডার হেনরিক খিতারিয়ানের পাস থেকে। পরে এনরিক নিজেও একটি গোল (৭০ মিনিট) করেন। এর তিন মিনিট আগেই কাবালার জন্য মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়ায় স্ট্রাইকার সার্জি জেনজোভের আত্মঘাতী গোল। নির্ধারিত সময় শেষে দাপুটে জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে জার্মান জায়ান্টরা।

পয়েন্ট টেবিলে বুরুশিয়া, নাপোলি দু’দলই গ্রুপ শীর্ষে। ‘সি’ গ্রুপে চার ম্যাচ শেষে তিন জয় ও এক পরাজয়ে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। ‘ডি’ গ্রুপ থেকে চার ম্যাচেই জয় পায় নাপোলি।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।