ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

পর্তুগালের ম্যাচে বিশ্রামে রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
পর্তুগালের ম্যাচে বিশ্রামে রোনালদো ছবি: সংগৃহীত

ঢাকা: নিয়মিত অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই ২৩ সদস্যের পতুর্গাল দল ঘোষণা করেছেন কোচ ফার্নান্দো সান্তোস। আগামী সপ্তাহে রাশিয়া ও লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচে রিয়াল মাদ্রিদ তারকাকে বিশ্রাম দেওয়া হয়েছে।



এরআগে পর্তুগালের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছিলেন সিআর সেভেন খ্যাত রোনালদো। যেখানে ২০১৬ ইউরো খেলার যোগ্যতা অর্জন করে সেলেকাওরা।

এদিকে রোনালদোর রিয়াল সতীর্থ পেপে এ ম্যাচগুলোতে ইনজুরি সেরে মাঠে ফিরছেন। তবে আরো বিশ্রাম দেওয়া হয়েছে থিয়াগো, ড্যানি, রিকার্ডো কারভালহো ও রিকার্ডো কুয়ারেসকাকে।

পর্তুগাল স্কোয়াড:
গোলরক্ষক: রুই প্যাট্রিসিও, অ্যান্থনি লোপেজ, এডুয়ার্ডো।

রক্ষাণভাগ: সের্দিক, ভিরিনহা, পেপে, ব্রুনো আলভেস,  হোসে ফন্তে, নেটো, ইলিয়াস।

মধ্যমভাগ: উইলিয়াম কারভালহো, দানিলো, জোয়া মোতিনহো, জোয়াও মারিও, আন্দ্রে গোমেজ,  আন্দ্রে আঁদ্রে।

আক্রমণভাগ: বের্নার্ডো সিলভা, ন্যানি, লুকাস জোয়াও,  নেলসন অলিভিয়েরা, গনসালো গুয়েদেস, রিকার্ডো পিরেইরা।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ০৭ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।