ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ক্রমেই দ্বন্দ্ব বাড়ছে রোনালদো-রিয়ালের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
ক্রমেই দ্বন্দ্ব বাড়ছে রোনালদো-রিয়ালের ছবি: সংগৃহীত

ঢাকা: রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন সেই ২০০৯ সালে। এরপর থেকে দলটির মূল ভরসার নাম হয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

তবে গত মৌসুম থেকেই মূলত সান্থিয়াগো বার্নাব্যু ছাড়ার গুঞ্জন ওঠে সিআর সেভেনের।

ম্যানচেস্টার ইউনাইটেডের পর এবার সাম্প্রতিক সময়ে প্যারিস সেন্ট জার্মেইতে যোগ দিতে পারেন রোনালদো এমনই খবর ভেসে বেড়াচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে।

চারদিকে যখন এমন খবর উড়ে বেড়াচ্ছে তখন দলের কোচ রাফায়েল বেনিতেজও ভিন্ন মত দিলেন না। তিনি জানান, আগামী মৌসুমে রোনালদো রিয়ালের থাকবে কিনা এ ব্যাপারে আমি কোন নিশ্চয়তা দিতে পারব না। তবে লস ব্ল্যাঙ্কসে পর্তুগিজ অধিনায়ক ভালো আছে বলে জানালেন এ স্প্যানিশ।

বেনিতেজ বলেন, ‘আমি কি নিশ্চিত করতে পারব যে, রোনালদো আগামী মৌসুমে এখানে থাকছে কিনা? কেউ কি নিশ্চিত করতে পারবে আগামী বছর তার চাকুরি থাকবে কিনা? এটা আসলে বলা অসম্ভব। আর সবার ক্ষেত্রে এই একই বাস্তবতা। ’

তিনি আরো বলেন, ‘আমি শুধু বলতে পারি দল এখন দারুণ খেলছে। আর সব ফুটবলারই ভালো রয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদোও তাই। ’

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, ০৮ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।