ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ইউরোর হতাশায় রোবেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
ইউরোর হতাশায় রোবেন ছবি : সংগৃহীত

ঢাকা: প্রায় ৮০ বছর পর ইউরো চ্যাম্পিয়ন্সশিপে খেলার যোগ্যতা হারাল নেদারল্যান্ডস। ডাচদের জন্য যা লজ্জারই বটে।

আর দলের এমন ভরাডুবির পর ভবিষ্যতে বড় কোনো আসরে নিজের খেলা নিয়ে শঙ্কায় পড়েছেন স্ট্রাইকার আরিয়েন রোবেন।

রোবেন সর্বশেষ জাতীয় দলের হয়ে ব্রাজিল বিশ্বকাপে অংশ নেন। ডাচরা সেবার সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে আসর থেকে বিদায় নেয়।

২০১৬ সালে ফ্রান্সে অনুষ্ঠিত হবে ১৫তম ইউরো চ্যাম্পিয়ন্সশিপ। এ লক্ষ্যে বাছাইপর্বে চেক প্রজাতন্ত্র, আইসল্যান্ড ও তুরস্কের বিপক্ষে খেলেছিল ডাচরা। তবে বাজে ফর্মের কারণে চতুর্থ হওয়া দলটি প্লে-অফ খেলার যোগ্যতাও হারায়।

অরেঞ্জদের এমন করুণ পরিণতির পর ৩১ বছর বয়সী রোবেন জাতীয় দলের হয়ে তার ভবিষ্যত টুর্নামেন্ট নিয়ে শঙ্কিত। যা নেদারল্যান্ডসকে খেলতে হতে পারে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে।

রোবেন বলেন, ‘আমরা ইউরোতে বাদ পড়বো এমনটা কখনই চিন্তা করতে পারিনি। তবে সত্যিই যখন ঘটনাটি ঘটলো তখন আমি হতাশায় পড়ে যাই। ’

বায়ার্ন মিউনিখে খেলা এ তারকা আরও বলেন, ‘ইউরোতে বাদ যাওয়ার পর আমাদের দলের প্রত্যেক ফুটবলারেরই মন খারাপ হয়ে যায়। বিশেষ করে আমার। কারণ হয়তো জাতীয় দলের হয়ে এটাই আমার শেষ টুর্নামেন্ট হতো। এবারের ইউরোতে না পারলেও আমি বিশ্বাস করি ২০১৮ বিশ্বকাপে আমরা জায়গা করে নিতে পারবো। অন্যথায় আমি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে চলে যাব। ’

২০০৩ সালের এপ্রিলে ডাচ জাতীয় দলের হয়ে অভিষেক হয় রোবেনের। চলতি বছর আগস্টে কোচ ড্যানি ব্লাইন্ডের অধীনে দলের অধিনায়কের পদ পান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ১০ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।