ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

চেলসির বড় অঙ্কের জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
চেলসির বড় অঙ্কের জরিমানা ছবি: সংগৃহীত

ঢাকা: এমনিতেই নেই স্বস্তি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও চলতি মৌসুমে ১৬ ম্যাচ শেষে মাত্র ১১ পয়েন্টে ১৬ নম্বরে চেলসি।

এবার মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়াল বড় অঙ্কের জরিমানা। মাঠে খেলোয়াড়দের অসদাচরণের দায়ে ৫০ হাজার পাউন্ড জরিমানা গুণতে হচ্ছে ব্লুজদের।

ঘটনার সূত্রপাত গত ২৪ অক্টোবর। ইংলিশ লিগে স্বাগতিক ওয়েস্ট হাম ইউনাইটেডের বিপক্ষে খেলার ৪৪ মিনিটে নিমাঞ্জা মাটিচের লাল কার্ডে দশজনের দলে পরিণত হয় চেলসি। এরপরই দু’দলের খেলোয়াড়রা বাককিতন্ডায় জড়িয়ে পড়ে। নির্ধারিত সময় শেষে ২-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে হোসে মরিনহোর শিষ্যরা।

চেলসির পাশাপাশি ওয়েস্ট হামের ওপর ৪০,০০০ পাউন্ড জরিমানা আরোপ করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। শুধু তাই নয়, দুই ক্লাবকেই ভবিষ্যতে সাবধান থাকার বিষয়ে সতর্ক করা হয়েছে।

ওই ম্যাচটিতে বিরতির সময় ড্রেসিং রুমে রেফারি জন মসের মুখোমুখি হওয়ায় মরিনহোকে সাইডলাইন থেকে অপসারন করা হয়েছিল। এর জের ধরে তাকে এক ম্যাচের স্টেডিয়াম নিষেধাজ্ঞাও দেওয়া হয়। ক’দিন আগেই পর্তুগিজ কোচের অনুপস্থিতিতে স্টোক সিটির বিপক্ষে ১-০ গোলে হার মানেন হ্যাজার্ড-ফ্যাব্রিগাসরা।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।