ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

অনিশ্চয়তার দোলাচলে গার্দিওলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
অনিশ্চয়তার দোলাচলে গার্দিওলা ছবি: সংগৃহীত

ঢাকা: শেষ পর্যন্ত বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তি নবায়ন করবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে। তাহলে কী জার্মানি ছেড়ে অন্য ঠিকানায় পাড়ি জমাবেন পেপ গার্দিওলা? স্বয়ং স্প্যানিশ কোচের এজেন্ট জোসেফ ‍মারিয়া অরোবিটজ এ বিষয়টি নিয়ে সন্দিহান।

গার্দিওলার ভবিষ্যৎ নিয়েই তিনি সংশয় প্রকাশ করেছেন।

২০১৫-১৬ মৌসুম শেষেই বায়ার্নের সঙ্গে গার্দিওলার তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হবে। তার অধীনে গত দুই মৌসুমেই বুন্দেসলিগার শিরোপা জেতে বাভারিয়ানরা। তবে চ্যাম্পিয়নস লিগ মিশনে দুইবারই ব্যর্থ হন গার্দিওলা।

সম্প্রতি বায়ার্নের সিইও কার্ল হেইঞ্জ রুমেনিগে নিশ্চিত করেছিলেন, মৌসুমের দ্বিতীয় পর্বে (জানুয়ারি) গার্দিওলার সঙ্গে নতুন চুক্তির বিষয়ে ‍পুনরায় আলোচনা করা হবে।

তবে গার্দিওলার এজেন্ট বলছেন ভিন্ন কথা, ‘গার্দিওলার পরিকল্পনার বিষয়টি আমি নিজেও জানি না। গত কয়েক দিনে তার সঙ্গে আমার অনেকবারই কথা হয়েছে। কিন্তু, এ বিষয়টিতে কথা বলতেই তিনি মুখ বন্ধ রাখেন। তিনি নিজেই হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সেটি যাই হোক তাকে ঘিরে আমরা যারা রয়েছি সবাই তা মেনে নেব। ’

জোসেফ ‍মারিয়া উল্লেখ করেন, ‘বায়ার্নে গার্দিওলার ভবিষ্যৎ অনিশ্চয়তার মাঝে থাকলেও তিনি এখানে বেশ সুখেই আছেন। মিউনিখ শহরটা বেশ সুন্দর। তার পরিবারও এখানে থেকে স্বাচ্ছন্দ্যবোধ করছে। তবে দিন শেষে সবকিছুই গার্দিওলার সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে। ’

উল্লেথ্য, গত মৌসুম থেকেই গার্দিওলার বায়ার্ন ছাড়াও গুঞ্জন ওঠে। বিশেষ করে, ইংলিশ প্রিমিয়ার লিগে তার কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে তো ফুটবল বিশ্বে আলোচনার ঝড় ওঠেছিল। গুজব রটে, চেলসি ও ম্যানচেস্টার সিটি তার ব্যাপারে আগ্রহী। অদূর ভবিষ্যতে বার্সেলোনার সাবেক সফল কোচের ভাগ্যে কী আছে সেটিই এখন দেখার বিষয়!

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।