ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

চীনের বর্ষসেরা কোচ স্কলারি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
চীনের বর্ষসেরা কোচ স্কলারি ছবি : সংগৃহীত

ঢাকা: মৌসুমের মাঝ পথে কোচের দায়িত্ব নিয়ে গুয়াংঝো এভারগ্রান্ডেকে শিরোপা জেতালেন লুইস ফেলিপে স্কলারি। তাইতো ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কোচকে চাইনিজ লিগের সেরা কোচ হিসেবে নির্বাচিত করা হয়েছে।



অন্যদিকে, একই দলের ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার রিকার্ডো গুলার্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন। চীনে জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্কলারি-রিকার্ডোকে বর্ষসেরার পুরস্কারে ভূষিত করা হয়।

১৬ দলের লিগ টুর্নামেন্টে দুই পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে পঞ্চম শিরোপা নিশ্চিত করে গুয়াংঝো। এ নিয়ে তারা টানা পাঁচবার লিগ শিরোপা জিতল। উল্লেখ্য, ফেব্রুয়ারি-মার্চে শুরু হয়ে নভেম্বর-ডিসেম্বরে চাইনিজ লিগের মৌসুম শেষ হয়।

সদ্য শেষ হওয়া ২০১৫ মৌসুমের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জেতেন শানতুং লুনেংয়ের ব্রাজিলিয়ান স্ট্রাইকার অ্যালয়সিও ডস সান্তোস। অন্যদিকে, সেরা গোলদাতার অ্যাওয়ার্ড গোল্ডেন গ্লাভস নিশ্চিত করেন গুয়াংঝোর চাইনিজ গোলরক্ষক জেং চেং।

গত ৪ জুন আড়াই বছরের চুক্তিতে গুয়াংঝোর কোচ হিসেবে ইতালিয়ান কিংবদন্তি ফাবিও ক্যানাভারোর স্থলাভিষিক্ত হন স্কলারি। সাবেক কোচ মার্সেলো লিপ্পির সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতে পারেননি ক্যানাভারো। এজন্যই স্কলারির কাছে তিনি কোচের জায়গা হারান। ব্রাজিলিয়ান কোচের হাত ধরেই ঘুরে দাঁড়ায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

উল্লেখ্য, গত বছরের ২ নভেম্বর কোচিং পেশা থেকে অবসর নেন ইতালিয়ান অভিজ্ঞ কোচ মার্সেলো লিপ্পি। এর তিনদিনের মাথায় গুয়াংঝোর কোচের দায়িত্ব নেন ক্যানাভারো। কিন্তু, নতুন মৌসুমের মাঝপথেই তার ওপর আস্থা হারায় ক্লাব কর্তৃপক্ষ। এবার ২০১৬ মৌসুমে স্কলালির অধীনে গুয়াংজো তাদের সাফল্যধারা বজায় রাখতে পারে কিনা সেটিই এখন দেখার বিষয়!

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।