ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ম্যারাথনে সোহেল ও আরচ্যারিতে আতিক চ্যাম্পিয়ন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
ম্যারাথনে সোহেল ও আরচ্যারিতে আতিক চ্যাম্পিয়ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আরচ্যারিতে ইনকিলাবের আতিক ও ম্যারাথনে চ্যাম্পিয়ন হয়েছেন গতবারের চ্যাম্পিয়ন মাইনুল হাসান সোহেল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলাগুলো অনুষ্ঠিত হয়।

ম্যারাথনে দ্বিতীয় হন দৈনিক জনকণ্ঠের রুমেল খান ও তৃতীয় দৈনিক আমাদের সময়ের আসাদুর রহমান।

আরচ্যারিতে দ্বিতীয় হয়েছেন বাংলামেইলের কামাল মোশারেফ এবং তৃতীয় হয়েছেন আমাদের অর্থনীতির হাসান আরিফ।

সকালে প্রতিযোগিতা শুরুর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক মোহাম্মদ ইয়াহিয়া ও বিশেষ অতিথি ছিলেন ডিআরইউর সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ক্রীড়া সম্পাদক বদরুল আলম চৌধুরী, ক্রীড়া উৎসবের সদস্য সচিব শফিকুল ইসলাম শামীম, সাবেক ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম ও মহিউদ্দিন পলাশ।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।