ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

চিলি-কলম্বিয়ার পয়েন্ট ভাগাভাগি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
চিলি-কলম্বিয়ার পয়েন্ট ভাগাভাগি ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও কলম্বিয়ার মধ্যকার হাইভোল্টেজ ম্যাচে কেউই জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। ১-১ গোলের ড্র নিয়ে পয়েন্ট ভাগাভাগি করে দু’দল।

এদিকে, দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথ বৃষ্টিতে পন্ড হয়। প্রবল বর্ষণের কারণে বহুল প্রতিক্ষীত ম্যাচটি মাঠেই গড়ায়নি।

লাতিন আমেরিকা অঞ্চলের অন্যান্য ম্যাচের মধ্যে উরুগুয়ে ও ভেনেজুয়েলা হার মানে। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে ২-১ গোলে ইকুয়েডর ও ভেনেজুয়েলাকে ৪-২ গোলে হারায় বলিভিয়া। টানা তিন জয়ে শীর্ষস্থান আরো সুসংহত করল ইকুয়েডর।

ঘরের মাঠ সান্তিয়াগোতে আগের দুই ম্যাচ জেতা চিলিয়ানরা আত্মবিশ্বাস নিয়েই মাঠে ‍নামে। খেলার শুরু থেকেই তারা বল দখলের নিয়ন্ত্রণ নেয়। প্রথমার্ধের শেষ মিনিটে আরতুরো ভিদালের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সানচেজ-ভিদালরা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে কলম্বিয়া। আক্রমণেও গতি বাড়ায় হোসে পেকারমেনের শিষ্যরা। সমতায় ফিরতে ভিজিটররা ২৩ মিনিট সময় নেয়। ৬৮ মিনিটে গোল পরিশোধ করেন জেমস রদ্রিগেজ। শেষ পর্যন্ত ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়ে দু’দল। তবে স্বাগতিক হিসেবে পয়েন্ট খোয়ানোর আক্ষেপটা করতেই পারে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি!

পয়েন্ট টেবিলে তিন ম্যাচ শেষে দুই জয় ও এক ড্রয়ে সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চিলি। সমান ম্যাচে একটি করে জয়, হার ও ড্রয়ে পাঁচ নম্বরে থাকা কলম্বিয়ার সংগ্রহ ৪ পয়েন্ট। দুই জয় ও এক ড্রয়ে ছয় পয়েন্টে তিনে উরুগুয়ে। তিন পয়েন্টে সাত নম্বরে বলিভিয়া। তলানিতে থাকা ভেনেজুয়েলা এখনো জয়ের দেখাই পায়নি। পূর্ণ ৯ পয়েন্টে নিয়ে শীর্ষেই ইকুয়েডর। এক ম্যাচ কম খেলা ব্রাজিল ও আর্জেন্টিনা যথাক্রমে ষষ্ঠ ও অষ্টম অবস্থানে রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
আরএম

** বৃষ্টিতে ভেসে গেল ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।