ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

মেসির হাতে ব্যালন ডি’অর: রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
মেসির হাতে ব্যালন ডি’অর: রোনালদো ছবি: সংগৃহীত

ঢাকা: এখনো বছর শেষ হয়নি। তার আগেই লিওনেল মেসির কাছে নতি স্বীকার করলেন ক্রিস্টিয়ানো রোনালদো।

পর্তুগিজ তারকা আগাম জানিয়ে দিলেন, এবারের বর্ষসেরার পুরস্কার ফিফা ব্যালন ডি’অর মেসির হাতেই যাচ্ছে। তবে, অদূর ভবিষ্যতে এ শিরোপাটি আবারো জিততে চান সিআর সেভেন। ইতোমধ্যেই ২৩ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা।

এতে মেসি-রোনালদোর সঙ্গে ইনিয়েস্তা-নেইমার-সুয়ারেজ-পগবা-নয়্যার-হ্যাজার্ড-সানচেজ-রোবেন-মুলার-মাশ্চেরানো-আগুয়েরো-লেভানডফস্কি-ইব্রাহিমোভিচ সহ বিশ্ব ফুটবলের অনেক তারকাই রয়েছেন।

আগামী বছরের ১১ জানুয়ারি জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০১৫ সালের সেরা খেলোয়াড়কে ব্যালন ডি’অর অ্যাওয়ার্ডে ভূষিত করা হবে। এর আগে ২০০৯ থেকে রেকর্ড টানা চারবার মর্যাদাপূর্ণ এ পুরস্কারটি জেতেন মেসি। অন্যদিকে, তিনবারের জয়ী রোনালদো গত দু’বারই মেসিকে টপকে যান। তবে এবার পতুগিজ অধিনায়ককে দর্শক বানিয়ে পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জেতার প্রহর গুনছেন মেসি!

২০১৫ সালটা মেসির জন্য যেন সফলতায় মোড়ানো। বার্সেলোনার হয়ে জেতেন ট্রেবল শিরোপা। তবে আর্জেন্টিনাকে কোপা আমেরিকার ফাইনালে তুলেও স্বাগতিক চিলির কাছে স্বপ্নভঙ্গ হয়। সে যাই হোক, ফুটবল বোদ্ধাদের পর প্রতিদ্বন্দ্বী রোনালদোও যখন মেসির হাতে ব্যালন ডি’অর দেখেছেন তখন তো আর কিছুই বলার থাকে না।

যুক্তরাজ্যের এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘ব্যালন ডি’অর এর মতো ট্রফি জেতাটা ভোটাভুটির ওপর নির্ভর করে। মেসি এ বছর দলের হয়ে গুরুত্বপূর্ণ শিরোপা জিতেছে। চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা এর মধ্যে অন্যতম। তাই এবারের ব্যালন ডি’অরটা সেই জিতবে। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে গত মৌসুমটাই বোধ হয় আমার ক্যারিয়ার সেরা। ’

রিয়াল মাদ্রিদ তারকা উল্লেখ করেন, ‘গত সাত বছর ধরে ব্যালন ডি’অর ট্রফিটা মেসি ও আমার দখলে। এবার অষ্টমবারের পালা। আমাদের মতো করে কেউই এমন কৃতিত্ব দেখাতে পারেনি। এটি খুবই পজিটিভ দিক। মেসির সঙ্গে আমার ভালো সম্পর্ক। তবে আমরা পুরোনো বন্ধু না হলেও একে অপরকে সম্মানের চোখেই দেখি। ’

এবার না হলেও ভবিষ্যতে আবারো ব্যালন ডি’অর জিততে চান রোনালদো, ‘আমি এখনো নিজেকে তরুণ মনে করি। আরেকটা ব্যালন ডি’অর জিতব বলে আশা রাখছি। আরো ছয়-সাত বছর ফুটবলে থাকতে চাই। দলগতভাবে আমার এখনো শিরোপা জেতার সক্ষমতা রয়েছে। তাছাড়া দলের হয়ে শিরোপা না জিতলে ব্যক্তিগত অ্যাওয়ার্ড জেতাও সম্ভব নয়। ’

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।