ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

শনিবার আসছে অস্ট্রেলিয়া

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
শনিবার আসছে অস্ট্রেলিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: সকল নিরাপত্তা শঙ্কা পেছনে ফেলে ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি লেগ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ফুটবল দল। এসকিউ ৪৪৬-সিঙ্গাপুর এয়ারলাইন্স যোগে দলটি ঢাকায়  পৌঁছাবে শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিটে।

বাংলাদেশের বিপক্ষে ১৭ নভেম্বর দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে এশিয়া অঞ্চলের জায়ান্টরা।
 
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শুক্রবার এ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে।
 
সম্প্রতি বাংলাদেশে দুই বিদেশি হত্যার কারণে নিরাপত্তার অজুহাতে দ্বিতীয় লেগের ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের লক্ষ্যে ফিফার কাছে আবেদন করে সকারুরা। পরে অবশ্য বাংলাদেশে নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠায় ফিফা। প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে টিম অস্ট্রেলিয়াকে নিশ্চিত করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এমনকি ফিরতি লেগের ম্যাচটি বাংলাদেশেই খেলতে হবে, এমন নির্দেশনাও দেওয়া হয়। অবশ্য নিরপত্তা ইস্যুতে এখনও অস্ট্রেলিয়ান নিরাপত্তা পর্যবেক্ষকদের একটি দল বাংলাদেশে অবস্থান করছে। ম্যাচ শেষে তারা অস্ট্রেলিয়া দলের সঙ্গে দেশে ফিরে যাবে।
 
গেল ৩ সেপ্টেম্বর ‘বি’ গ্রুপের নিজেদের প্রথম লেগের খেলায় স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-০ গোলে হারের লজ্জায় ডোবে মামুনুলরা। ৫ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জর্ডান। সমানসংখ্যক ম্যাচে ১২ পয়েন্টে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। আর সকারুদের চেয়ে এক ম্যাচ বেশি খেলা বাংলাদেশ মাত্র ১ পয়েন্ট নিয়ে তলানিতে অবস্থান করছে।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এইচএল/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।