ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

সাভারে শেষ হলো অ্যাপেক্স কাপ গলফ টুর্নামেন্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
সাভারে শেষ হলো অ্যাপেক্স কাপ গলফ টুর্নামেন্ট ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারে শেষ হয়েছে ৭ম অ্যাপেক্স কাপ গলফ টুর্নামেন্ট-২০১৫।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে সাভারের গলফ ক্লাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এ টুর্নামেন্ট সমাপ্ত হয়।



টুর্নামেন্টে দেশি-বিদেশি শতাধিক গলফার অংশ নেন বলে জানিয়েছেন আয়োজকরা।

এর আগে, একইদিন সকালে সাভার গলফ ক্লাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন নবম পদাতিক ডিভিশনের ভারপ্রাপ্ত জিওসি ও সাভার গলফ ক্লাবের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আনিসুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন অ্যাপেক্স ফুট ওয়্যার লিমিটেড’র এএমডি সৈয়দ গিয়াস হুসাইনসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এসএইচএন/আরএইচএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।