ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

সোমবার সন্ধ্যায় আসছে অস্ট্রেলিয়া

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
সোমবার সন্ধ্যায় আসছে অস্ট্রেলিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: ফিফা বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় লেগ খেলতে সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়ান ফুটবল দল। সিঙ্গাপুর থেকে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে ওইদিন সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে সকারুরা- বলে জানালেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

 
 
পরদিন ১৭ নভেম্বর বিকেল সাড়ে ৫টায় ফিরতি লেগের খেলায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে এশিয়া অঞ্চলের জায়ান্ট এই দলটি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ শনিবার (১৪ নাভেম্বর) সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
 
সকারুদের বাংলাদেশ সফরের পরিবর্তিত সময়সূচি নিয়ে আবু নাইম সোহাগ জানান, ‘শনিবার (১৪ নভেম্বর) সকারুদের বাংলাদেশে আসার কথা থাকলেও তারা সেই শিডিউল পরিবর্তন করে ম্যাচের আগের দিন অর্থাৎ সোমবার বিশেষ চার্টার্ড ফ্লাইটে সন্ধ্যা ৬টায় বাংলাদেশ সফরে আসছে বলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে নিশ্চিত করেছে। ’
 
এর আগে প্রথম দফায় গেল শনিবার (১৪ নভেম্বর) রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সযোগে দলটির বাংলাদেশে আসার কথা থাকলেও হঠাৎ করেই তা বাতিল হয়।
 
শুক্রবার (১৩ নভেম্বর) সকারুদের বাংলাদেশ সফর বাতিলের কারণ সম্পর্কে ফুটবল ফেডারেশন অব অস্ট্রেলিয়া তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানায় যে, গেল ১২ নভেম্বর নিজেদের মাটিতে কিরগিজস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি খেলে দলটির অনেক খেলোয়াড়ই ভীষণ ক্লান্ত, তাই ম্যাচ শেষের সঙ্গে সঙ্গেই বাংলাদেশে এতো লম্বা ভ্রমন দলটির পক্ষে সম্ভব হবেনা কারণ, দলের অনেকেই ইউরোপিয়ান লিগেও খেলছিলেন যারা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ইউরোপের বিভিন্ন দেশ থেকে জাতীয় দলে যোগ দিয়েছেন এবং এখনও তারা ম্যাচের আগের ভ্রমন ক্লান্তি এবং কিরগিজদের বিপক্ষে কঠিন ম্যাচটির চাপ কাটিয়ে উঠতে পারেনি। যদিও সকারুরা ম্যাচটি কিরগিজদের বিপক্ষে ৩-০ তে জিতেছে।      
 
বাংলাদেশ ভ্রমন নিয়ে ফুটবল ফেডারশন অব অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে বলা হয়, শনিবার সকারুরা অস্ট্রেলিয়া থেকে যাত্রা করে রোববার সিঙ্গাপুর পৌঁছবে। সেখানে অনুশীলন করে সোমবার অর্থাৎ খেলার আগের দিন বাংলাদেশে এসে মঙ্গলবার ম্যাচ খেলে সেদিনই গভীর রাতে ঢাকা ছাড়বে।
 
এদিকে, দলটি ম্যাচের আগের দিন সন্ধ্যায় এসে কীভাবে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলন করবে আর কোথায়ই বা করবে? এমন প্রশ্নের জবাবে আবু নাইম সোহাগ বলেন, ‘অস্ট্রেলিয়ান দলের পক্ষ থেকে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন টিম হোটেলে করার প্রস্তাব দেয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত তা কোথায় হবে তা ম্যাচ কমিশনার অমিত জামালির সঙ্গে আলোচনা করে সংবাদ মাধ্যমগুলোকে খুব শিগগির জানানো হবে’।  
 
ফিফা বিশ্বকাপ বাছাইয়ে ‘বি’ গ্রুপে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম লেগের খেলায় গেল ৩ সেপ্টেম্বর বাংলাদেশ অস্ট্রেলিয়া সফরে যায়। পার্থে স্বাগতিকদের কাছে ৫-০ গোলে হেরে যায় লাল-সবুজ জার্সিধারীরা। গ্রুপটিতে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে জর্ডান, সমানসংখ্যক ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে অস্ট্রেলিয়া আর অস্ট্রেলিয়ার

বাংলাদেশ সময় ১৮২৮ ঘন্টা, ১৪ নভেম্বর ২০১৫
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।