ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

রোনালদো বিহীন পর্তুগালের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
রোনালদো বিহীন পর্তুগালের হার ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রাশিয়ার বিপক্ষে ১-০ গোলে হারল পর্তুগাল। তবে এ ম্যাচে পর্তুগিজদের হয়ে মাঠে ছিলেন না ‍অধিনায়ক ও দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

এ ম্যাচে সিআর সেভেনকে বিশ্রাম দেওয়া হয়েছিল।

ঘরের মাঠ স্তেদিওন কুবানে শনিবার (১৪ নভেম্বর) পর্তুগালকে আতিথিয়েতা জানায় রাশিয়া। আর ঘরের মাঠের সুবিধে কাজে লাগিয়ে ম্যাচের শেষ দিকের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

খেলার নির্ধারিত সময়ের এক মিনিট আগে (৮৯) রাশিয়ান অধিনায়ক রোমান শিরোকোভের গোলেই জয় পায় স্বাগতিকরা। এ ম্যাচের আগে দু’দলই ইউরো ২০১৬ চ্যাম্পিয়নসশিপে জায়গা করে নেয়। বাছাইপর্বে ‘জি’ গ্রুপে দ্বিতীয় হয়েছিল রাশিয়া। আর ‘আই’ গ্রুপে শীর্ষস্থানে থেকে ইউরো নিশ্চিত করে পর্তুগাল।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, ১৫ নভেম্বর, ২০১৫
এমএমএস



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।