ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

অস্ট্রেলিয়ার জন্য নজিরবিহীন নিরাপত্তা

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
অস্ট্রেলিয়ার জন্য নজিরবিহীন নিরাপত্তা ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: ফুটবল খেলতে আসা কোনো দেশকে এমন নিরাপত্তা দেয়া হয়! নিজের চোখে না দখলে বিশ্বাস করা ভার। পাঠকরা হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে, এখানে ফিফা বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে আসা অস্ট্রেলিয়ান ফুটবল দলের নিরাপত্তার কথা বলা হচ্ছে।



সোমবার (১৬ নভেম্বর) রাত ৮টায় দলটির আগমনের সম্ভাব্য সময়কে সামনে রেখে প্রায় এক ঘণ্টা আগে থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ভীড় করে গণমাধ্যম কর্মীরা। যদিও আগে থেকেই বলা ছিল যে, সফরকারী দলটি বিমানবন্দরে কোন ছবি তুলতে দিবেনা এবং গণমাধ্যমের সঙ্গে কথাও বলবেনা। কিন্তু তারপরেও অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর বলে কথা।

ভিআইপি প্রবেশ পথে ঢুকেই চোখে পড়লো, পুরো ভিআইপি লাউঞ্জ এলাকা ঢেকে গেছে নিরাপত্তার আড়ালে। পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী বেশ সতর্ক অবস্থান নিয়েছে ভিআইপি লাউঞ্জের ভেতরে ও বাইরে সহ চারপাশের এলাকায়। জায়গাটিতে নিরাপত্তার মাত্রা এতটাই বেশি ছিল যে, শুধুমাত্র সাংবাদিক এবং আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া আর কেউই সেখানে এক মুহূর্তের জন্য দাঁড়াতে পর্যন্ত পারেননি। যাদের ফ্লাইট ছিল তারা সোজা ভেতরে  ঢুকে গেছেন।

রাত ৮টা বেজে ৩৭ মিনিটে অস্ট্রেলিয়ান দলটিকে বহন করা বিশেষ চাটার্ড ফ্লাইটটি অবতরণের পর, মাত্র ২৫-৩০ মিনিটের মধ্যেই নিজেদের ব্যাগ সংগ্রহ করে ক্যান্টনমেন্ট দিয়ে খেলোয়াড়রা রওনা হয় টিম হোটেলের উদ্দেশ্যে।

এরপর টিম হোটেলে এসে দেখা গেল, নিরাপত্তা বাহিনী দিয়ে পুরো হোটেল চত্বর ঢেকে দেয়া হয়েছে। টিম হোটেলের প্রধান ফটকে ঢাকা মেট্রো পলিটন পুলিশের পাশাপাশি সোয়াট সদস্যদের সতর্ক উপস্থিতিও চোখে পড়ল।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা হোটেলে দলটির নিরাপত্তা নিয়ে বলেন, ‘দলটির নিরাপত্তার জন্য টিম হোটেল ও এর চারপাশে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এর আওতায় টিম হোটেলের ভেতরে, বাইরে ও আশপাশের রাস্তা, ভবনগুলোতে নিরাপত্তা কর্মীরা সতর্ক অবস্থান নিয়েছেন এবং দল যতক্ষণ টিম হোটেলে থাকবে ততক্ষণ এমন নিরাপত্তা অব্যাহত থাকবে। ’
  
বাংলাদেশ সময়: ২৩২৩ ঘণ্টা, ১৬ নভেম্বর ২০১৫
এইচএল/এমআর


** অবশেষে ঢাকায় সকারুরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।