ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

নিরাপত্তা-ভেন্যুতে বিচলিত নয় সকারুরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
নিরাপত্তা-ভেন্যুতে বিচলিত নয় সকারুরা ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: প্রায় ২৪ ঘণ্টার জন্য বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া ফুটবল দল। ঢাকায় রাখেনি কোনো অনুশীলন সেশনও।

সকারুরা নিজেদের অনুশীলন সেরে এসেছে সিঙ্গাপুরে। বিশ্বকাপ বাছাইপর্বের ফিরতি লেগের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া ফুটবল দল সোমবার (১৬ নভেম্বর) ঢাকায় পৌঁছে।

সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর সকারুরা কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে টিম হোটেলে চলে যায়। কঠোর নিরাপত্তায় রাত ৯টায় সকারুরা উঠে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল সাড়ে পাঁচটায় বাংলাদেশের বিপক্ষে সরাসরি মাঠে নামবে সফরকারীরা। খেলা শেষেই চলে যাবে নিজ দেশে।

২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ এশিয়া অঞ্চলের বাছাইপর্বে দ্বিতীয় লেগের ম্যাচে ফেভারিট অস্ট্রেলিয়া নিরাপত্তা নিয়ে মোটেই বিচলিত নয়। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সেটিই জানালেন সফরকারী দলটির কোচ এবং অধিনায়ক।

টিম হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সকারু অধিনায়ক জেডিনাক জানান, ‘আমাদের সকল মনোযোগ মাঠের খেলাতেই। নিরাপত্তা নিয়ে আমরা ভাবছি না। এটা অন্যদের দায়িত্ব। আমাদের মনোযোগ শুধু খেলায়। আমরা আগামীকালের ম্যাচ নিয়েই ভাবছি। ’

ম্যাচের আগে ম্যাচ ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়াম দেখা হয়নি সফরকারী দলটির। এ প্রসঙ্গে সকারুদের কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলু জানান, ‘মাঠ নিয়েও আমাদের কোনো ভাবনা নেই। ম্যাচের আগেই সেটা দেখা যাবে। তবে, আমরা সকলে জানি, এ মাঠে ঘাস আছে, দুটো গোলপোস্টও আছে। ’

প্রথম ম্যাচে সকারুদের কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, ১৭ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।