ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

লা লিগায় রুনি-ডি গিয়া!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
লা লিগায় রুনি-ডি গিয়া! ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরোপীয় লিগগুলোর মধ্যে লা লিগায় তারকা খেলোয়াড়দের কমতি নেই। মেসি-রোনালদো-বেল-নেইমার-সুয়ারেজ-ইনিয়েস্তাদের মতো ফুটবলাররা স্প্যানিশ লিগে খেলছেন।

অবশ্য, জনপ্রিয়তার দিক থেকে ইংলিশ প্রিমিয়ার লিগও কোনো অংশে কম নয়। তবে স্পেনের ঘরোয়া লিগে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ওয়েইন রুনি ও ডেভিড গিয়াকেও চাচ্ছেন লা লিগা প্রধান হাভিয়ের তেবাস।

বিশ্বফুটবলের অন্যতম দুই সেরা খেলোয়াড় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো থাকায় এমনিতেই লা লিগা ঘিরে ভক্ত সমর্থকরা ব্যাপক আগ্রহী। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। আর এল ক্লাসিকো হলে তো কথাই নেই! তবে সম্প্রতি মেসি-রোনালদোর ক্লাব ছাড়ার গুঞ্জন উঠলেও তা উড়িয়ে দেন লা লিগা প্রধান।

এক সাক্ষাৎকারে হাভিয়ের তেবাস বলেন, ‘আমি চাই প্রিমিয়ার লিগের তারকা খেলোয়াড়রা লা লিগায় খেলুক। রুনি স্পেনে আসলে ব্যাপারটি দারুণ হবে। ডি গিয়া বর্তমানে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক। তাকেও আমি স্প্যানিশ লিগে চাই। এ দু’জন ছাড়াও ইউরোপের অন্যান্য লিগেও বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। এ তালিকায় ফ্রাঙ্ক রিবেরির নাম না বললেই নয়। ’

বার্সা ও রিয়ালের খেলোয়াড়দের বিষয়ে তেবাসের ভাষ্য, ‘নেইমার, জেমস রদ্রিগেজ স্পেনে ‍আসায় দক্ষিণ ‍আমেরিকা অঞ্চলে লা লিগার জনপ্রিয়তা বাড়ছে। অন্যদিকে, গ্যারেথ বেলের কারণে ওয়েলসেও স্প্যানিশ ফুটবলের প্রভাব পড়ছে। ’

এদিকে, মেসি-রোনালদোর স্পেন ছাড়ার গুজব অতটা পাত্তা দেননি লা লিগা চিফ, ‘মেসি ও রোনালদো অচিরেই লা লিগা ছাড়বে বলে হয় না। আমি এমন গুঞ্জনে বিশ্বাসী নই। আশা করছি, কমপক্ষে আগামী দু’বছরের আগে এমন কিছু ঘটবে না। ’

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।