ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

টিম কাহিলের গোলে এগিয়ে সকারুরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
টিম কাহিলের গোলে এগিয়ে সকারুরা ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে: ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল সাড়ে পাঁচটায় মাঠে নামে দুই দল।

দুই দেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় ম্যাচ।

ম্যাচের ষষ্ঠ মিনিটের মাথায় টিম কাহিলের গোলে লিড নেয় সকারুরা। হেড করে গোলটি করে অজি তারকা।

চারবার বিশ্বকাপ খেলা মাইল জেডিনাক, ম্যাট রায়ান, উইলকিনসনদের মতো বিশ্বমানের ফুটবলারদের বিপক্ষে ড্র করাই লাল-সবুজের জার্সিধারী মামুনুল বাহিনীর লক্ষ্য।

ফিফা বিশ্বকাপ-২০১৮ এর বাছাইপর্বে হোম ম্যাচে পার্থের মাঠে বাংলাদেশকে ৫-০ গোলে হারিয়েছিল সকারুরা। এবার বাংলাদেশে অ্যাওয়ে ম্যাচ খেলতে এসেছে কিরগিজস্তানকে ৩-০ গোলে হারিয়ে। এদিকে গত বৃহস্পতিবার তাজিকিস্তানের মাঠেও বাংলাদেশ বিধ্বস্ত হয়েছে ৫-০ গোলে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ১৭ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।