ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

কোচের পদ নিয়ে চিন্তিত নন দুঙ্গা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
কোচের পদ নিয়ে চিন্তিত নন দুঙ্গা ছবি : সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপ বাছাইয়ের শুরুটা ভালো যাচ্ছে না ব্রাজিলের। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনারও একই দশা।

তিন ম্যাচ শেষে মাত্র একটিতে জয় পায় সেলেকাওরা। অন্যদিকে, এখনো জয়ের দেখাই পায়নি মেসিবিহীন আর্জেন্টিনা। গুঞ্জন উঠছে, ব্রাজিলের বাজে পারফরম্যান্স বজায় থাকলে কার্লোস দুঙ্গার কোচের পদও শঙ্কার মুখে পড়বে। তবে দুঙ্গার মাঝে চাকরি হারানোর কোনো ভয়ই কাজ করছে না।

চিলির বিপক্ষে ২-০ গোলে হার দিয়ে বিশ্বকাপ বাছাই মিশন শুরু করে ব্রাজিল। ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ গোলের জয়ে ঘুরে দাঁড়ালেও নেইমারের ফেরার ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে ১-১ গোলে ড্র করে সেলেকাওরা।

এক সাক্ষাৎকারে দু্ঙ্গা বলেন, ‘ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে উদ্বেগের কিছু নেই। বিশ্বকাপ বাছাই এখনো প্রাথমিক পর্যায়ে। বরাবরের মতোই লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব দীর্ঘ সময়সাপেক্ষ এবং কঠিন। অতীতেও শুরুর দিকে ব্রাজিল দল এমন অবস্থার সম্মুখীন হয়েছিল। তাই এতে হতাশার কারণই দেখছি না। ’

৯৪’র বিশ্বকাপ জয়ী অধিনায়ক উল্লেখ করেন, ‘কোনো ধরনের অতিরিক্ত চাপ অনুভব করছি না। আমার মধ্যে চাকরি হারানোর কোনো ভয় নেই। এখানে প্রতিটি টিমই শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়তে সক্ষম। তবে নিজ দলের ওপর আমার আস্থা রয়েছে। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। চূড়ান্ত পর্ব নিশ্চিতে যত দ্রুত সম্ভব পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে যেতে চাই। তাই ভক্ত-সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। ’

এদিকে, নিজেদের চতুর্থ ম্যাচে পেরুর মুখোমুখি হচ্ছে ব্রাজিল। বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় খেলা শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।