ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

হামলার শিকার ফ্রান্সকে হারালো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
হামলার শিকার ফ্রান্সকে হারালো ইংল্যান্ড ছবি: সংগৃহীত

ঢাকা: প্যারিস হামলার পর যে ম্যাচটি নিয়ে সবচেয়ে বেশি শঙ্কা জেগেছিল বিশ্বফুটবলে, সে ম্যাচটিতে জয় পেয়েছে ইংল্যান্ড। ঘরের মাঠে আন্তর্জাতিক প্রীতিম্যাচে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছে ইংলিশরা।



প্রায় দেড় বছর অপরাজিত থাকার পর গত শুক্রবার ইংল্যান্ডকে মাটিতে নামায় স্পেন। স্প্যানিশদের কাছে ২-০ গোলে পরাজিত হওয়া ওয়েইন রুনির দলটি পরের ম্যাচে ফরাসি হারিয়ে আবারো জয়ের পথেই ফিরলো।

প্যারিসে হামলার পর ফ্রান্সের ১৩২ জন নিহত হলেও প্রীতিম্যাচে অংশ নিতে ইংল্যান্ডে পা রাখে দিদিয়ের দেশমের দল। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় ম্যাচটি। এ ম্যাচকে আগে থেকেই বলা হচ্ছিলো ‘আবেগের ম্যাচ’।

ম্যাচের ৩৮তম মিনিটে ইংলিশদের লিড পাইয়ে দেন টটেনহামের মিডফিল্ডার বামিড্যাল আলি। আর ৪৮ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান ওয়েইন রুনি।

ইংল্যান্ডের হয়ে এ ম্যাচে মাঠে ছিলেন জো হার্ট, রুনি, রাহিম স্টারলিং, হ্যারিকেনের মতো তারকারা। আর ফ্রান্সের হয়ে মাঠে ছিলেন পল পগবা, ভারানে, মার্শিয়াল, জিগনাক, ক্যাবায়ে, মাতুইদিরা।

বাংলাদেশ সময়: ০৬৫০ ঘণ্টা, ১৮ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।