ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

ইব্রা নৈপুণ্যে ইউরোর মূল পর্বে সুইডেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
ইব্রা নৈপুণ্যে ইউরোর মূল পর্বে সুইডেন ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরোর প্লে-অফে দুই লেগ মিলিয়ে ডেনমার্ককে ৪-৩ গোলে হারিয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে সুইডেন। জ্লাতান ইব্রাহিমোভিচের জোড়া গোলের সুবাদে ড্যানিশদের সঙ্গে দ্বিতীয় লেগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

এতেই উল্লাসে ফেটে পড়ে সুইডিশরা।

ক’দিন আগেই ঘরের মাঠে প্রথম লেগের ম্যাচে ২-১ গোলের জয় পায় এরিক হ্যামরেনের শিষ্যরা। সে ম্যাচেও গোল করেছিলেন ইব্রাহিমোভিচ। তার হাত ধরেই ফ্রান্সের টিকিট নিশ্চিত করলো সুইডেন।

কোপেনহেগেনের পার্কেন স্টেডিয়ামে খেলা শুরু ১৯ মিনিটে ইব্রার গোলে লিড নেয় সু্ইডেন। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ভিজিটররা। দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে অসাধারণ ফ্রি-কিকে জোড়া গোল পূরণ করেন সুইডিশ অধিনায়ক।

এর পাঁচ মিনিট পরেই স্বাগতিকদের হয়ে একটি গোল পরিশোধ করেন স্ট্রাইকার ইউসুফ পোলসেন। ইনজুরি সময়ের প্রথম মিনিটে ডিফেন্ডার জ্যানিকের হেডে সমতায় ফেরে ডেনমার্ক। রেফারি শেষ বাঁশি বাজানোর পরই ইব্রাদের সঙ্গে উল্লাসে মাতেন সুইডিশ দর্শকরা।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।