ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

পর্তুগালের জয়, ইতালির হোঁচট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
পর্তুগালের জয়, ইতালির হোঁচট ছবি: সংগৃহীত

ঢাকা: প্রীতি ম্যাচে লুক্সেমবার্গের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে পর্তুগাল। অপর ম্যাচে এগিয়ে থেকেও রোমানিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে ইতালি।

অন্যান্য প্রীতি ম্যাচের মধ্যে চেক রিপাবলিককে ৩-১ গোলে হারায় লেভানডফস্কি বিহীন পোল্যান্ড। অস্ট্রিয়াকে ২-১ গোলে সুইজারল্যান্ড ও স্লোভাকিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানের জয় পায় আইসল্যান্ড।

ক্রিস্টিয়ানো রোনালদোর অনুপস্থিতি সত্ত্বেও নানি-আন্দেরের গোলে সহজ জয় তুলে নেয় পর্তুগাল। স্বাগতিক লুক্সেমবার্গের বিপক্ষে খেলা শুরুর ৩০ মিনিটের মাথায় লিড নেয় পর্তুগিজরা। স্ট্রাইকার ভিয়েরিনহার পাসে বল জালে জড়ান মিডফিল্ডার আন্দ্রে ফিলিপে ব্রাস আন্দ্রে। নির্ধারিত সময়ের তিন মিনিট আগে অভিজ্ঞ উইঙ্গার নানির ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুন করে ভিজিটররা।

রোমানিয়ার বিপক্ষে ঘরের মাঠেও ড্রয়ের হতাশায় ডোবে ইতালি। ৮ মিনিটেই স্ট্রাইকার বোগদান স্ট্যানচুর গোলে লিড নেয় রোমানিয়ানরা। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধ ‍শুরুর দশ মিনিটের মাথায় পেনাল্টি থেকে ইতালিকে সমতায় ফেরান মিডফিল্ডার ক্লদিও মার্চিসিও।

এর ঠিক ১০ মিনিট পরই ২-১ গোলের লিড নেয় ইতালিয়ানরা।   মার্চিসিওর পাসে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোল করেন নাপোলির ২৩ বছর বয়সী স্ট্রাইকার মানোলা গ্যাব্বিয়াদিনি। নির্ধারিত সময়ের এক মিনিট আগে স্বাগতিকদের হতাশায় ডোবান রোমানিয়ার স্ট্রাইকার ফ্লোরিয়ান অ্যান্দোনে। তাই ম্যাচ শেষে হতাশাজনক ড্র নিয়ে মাঠ ছাড়ে আন্তোনিও কন্তের শিষ্যরা।

** হামলার শিকার ফ্রান্সকে হারালো ইংল্যান্ড

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।