ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

জোকোভিচকে সরাসরি সেটে হারালেন ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
জোকোভিচকে সরাসরি সেটে হারালেন ফেদেরার ছবি: সংগৃহীত

ঢাকা: পুরুষ টেনিসের শীর্ষ তারকা নোভাক জোকোভিচকে সরাসরি সেটে হারিয়ে অনেকটা অঘটনের জন্ম দিলেন রজার ফেদেরার। এটিপি ওয়ার্ড ট্যুরের কোয়ার্টার ফাইনালে জিরো টু অ্যারিনা সার্বিয়ান তারকাকে ৭-৫ ও ৬-২ গেমে হারান সুইস তারকা ফেদেরার।



এ পরাজয়ের ফলে চলতি মৌসুমে ষষ্ঠবার হারের স্বাদ পেলেন জোকোভিচ। সর্বশেষ তিনি ২৩ আগস্ট সিনসিনাটিতে হেরেছিলেন। আর গত তিন বছরের মধ্যে ইনডোরের খেলায়ও এটি তার প্রথম হার।

এদিকে সার্বিয়ান তারকাকে হারানোর পর অ্যান্ডি মারেকে পেছনে ফেলে শীর্ষ দুইয়ে চলে এসেছেন সর্বোচ্চ ১৭টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ফেদেরার। তবে আরেক তারকা রাফায়েল নাদালকে যদি বৃটিশ তারকা মারে হারাতে পারেন তবে আবারও শীর্ষ দুই নম্বর স্থানটি ফিরে পাবেন।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ১৮ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।