ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

মেসিকে টার্গেট করবে না রিয়াল: সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
মেসিকে টার্গেট করবে না রিয়াল: সুয়ারেজ ছবি: সংগৃহীত

ঢাকা: ২১ নভেম্বর শুরু হতে যাচ্ছে চলতি মৌসুমের বহুল প্রতিক্ষিত এল ক্ল্যাসিকো। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার এই হাইভোল্টেজ ম্যাচে ইনজুরি কাটিয়ে ফেরার সম্ভাবনা রয়েছে লিওনেল মেসির।

তাই এ খেলায় রিয়াল ফুটবলাররা মেসির ইনজুরিগ্রস্থ জায়গায় আঘাত করবে না বলে বিশ্বাস করেন বার্সা স্ট্রাইকার লুইস সুয়ারেজ।

গত সেপ্টেম্বর থেকে ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন মেসি। লা লিগার ম্যাচে লাস পালমাসের বিপক্ষে হাঁটুতে গুরুতর চোট পেয়ে ইনজুরিতে পড়েন আর্জেন্টাইন অধিনায়ক। তবে শনিবারের ম্যাচে (এল ক্ল্যাসিকো) মাঠে ফেরার জোর সম্ভাবনা রয়েছে এ তারকার।

এদিকে রিয়াল অধিনায়ক সার্জিও রামোসও কাঁধের ইনজুরিতে ভুগছেন। আর কাতালানদের বিপক্ষে ম্যাচে রামোসেরও কোন ধরনের ঝুঁকি থাকবে না বলে জানিয়েছেন সুয়ারেজ।

সুয়ারেজ বলেন, ‘আমি মনেকরি না কেউ রামোসের কাঁধে আঘাত করবে। আর আশাকরি মেসির হাঁটুতেও কেউ ব্যথা দেওয়ার চেষ্টা করবে না। আমাদের মধ্যে বন্ধু সূলভ আচরণ রয়েছে এবং আমরা সবাই পেশাদার ফুটবলার। মেসি দলের অনুশীলনে যোগ দিয়েছে। তবে তার ম্যাচে খেলার ব্যাপারে কোচই শেষ সিদ্ধান্ত নিবেন। ’

স্প্যানিশ ঘরোয়া লিগে এ ম্যাচের আগে রিয়াল থেকে তিন পয়েন্ট এগিয়ে শীর্ষে রয়েছে বার্সা। তবে এল ক্ল্যাসিকোর জয়-পরাজয়ই যে শিরোপার নিশ্চিত করবে এমনটি ভাবছেন না উরুগুয়াইন তারকা সুয়ারেজ।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ১৮ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।