ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

আর্সেনালের হোঁচটের রাত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
আর্সেনালের হোঁচটের রাত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বেশ বড় ধাক্কা খেয়েছে আর্সেনাল। ওয়েস্ট ব্রুমএইচের ঘরের মাঠে হেরেছে আতিথ্য নেওয়া গানাররা।

২-০ গোলে দুর্ভাগ্যজনক পরাজয়ের পর আর্সেনালের সংগ্রহ ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট।

অলিভার জিরুদের গোলে এগিয়ে থাকা আর্সেনালকে হতাশায় ডোবান আরতেতা এবং সান্তি কাজোরলা। আত্মঘাতি গোল করেন আরতেতা আর পয়েন্ট খোয়ানোর হাত থেকে দলকে রক্ষা করতে ব্যর্থ হন পেনাল্টি মিস করা কাজোরলা।

ম্যাচের ২৮ মিনিটের মাথায় আর্সেনাল তারকা মেসুত ওজিলের ফ্রি-কিক থেকে বল পান অলিভার জিরুদ। প্যারিস হামলায় নিহতদের গোল উৎসর্গ করতে ওয়েস্ট ব্রুমের জালে বল জড়ান জিরুদ। প্রথমার্ধের ৩৫ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। ক্রিস ব্রান্টের অ্যাসিস্ট থেকে গোল করেন জেমস মরিসন। খেলার ৪০ মিনিটের মাথায় মাইকেল আরতেতার আত্মঘাতি গোলে এগিয়ে যায় ওয়েস্ট ব্রুম।

প্রথমার্ধে ২-১ গোলে পিছিয়ে থাকা আর্সেনাল আর ঘুরে দাঁড়াতে পারেনি। তবে, সুযোগ এসেছিল সমতায় ফেরার। ম্যাচের ৮৪ মিনিটের মাথায় পেনাল্টি লাভ করে আর্সেনাল। তবে, সে সুযোগকে কাজে লাগাতে ব্যর্থ হন কাজোরলা। স্বাগতিক গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি তিনি।

ফলে, নির্ধারিত সময় শেষে ২-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ২২ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।