ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

নেইমারের জার্সি নিলেন না রেফারি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
নেইমারের জার্সি নিলেন না রেফারি ছবি: সংগৃহীত

ঢাকা: ফুটবল বিশ্বে বর্তমান তারকাদের মধ্যে অন্যতম নেইমার। ব্রাজিলিয়ান অধিনায়ককে এক পলক দেখার জন্য উদগ্রীব হয়ে থাকেন কোটি সমর্থক।

ইতোমধ্যে তাকে আইডল মানা শুরু করেছেন তরুণ ফুটবলাররা। কিংবদন্তিদের বন্দনায় রয়েছে নেইমারের নাম। তবে এই ক্ষেত্রে বেকে বসলেন রেফারি হোসে হেরনান্দো বুইটরাগো। বার্সেলোনা স্ট্রাইকারের দেওয়া জার্সি নিতে অস্বীকার করলেন এ কলম্বিয়ান।

দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলতে নামে ব্রাজিল ও পেরু। খেলায় ৩-০ গোলের সহজ জয় পায় সেলেকাওরা। আর ম্যাচ শেষে নিজের জার্সিটি খেলার দায়িত্বে থাকা রেফারি বুইটরাগোকে দেওয়ার প্রস্তাব করেন নেইমার। তবে কোন অবস্থায়ই ২৩ বছর বয়সী এ তারকার ঐতিহ্যবাহী হলুদ রংয়ের জার্সিটি নিলেন না রেফারি।

বুধবার (১৮ নভেম্বর) ম্যাচের পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন নেইমার। তবে কোন গোলের দেখা পাননি তিনি। আর খেলার প্রথমার্ধে ফাউল করায় সেই রেফারি কতৃক একটি হলুদ কার্ডও দেখতে হয় তরুণ এ ফুটবলারকে।

এদিকে চলতি মৌসুমে ক্লাব বার্সেলোনার হয়ে অবশ্য দারুণ খেলছেন নেইমার। জাতীয় দলের হয়ে পরপর দুই ম্যাচে কোন গোল না করতে পারলেও কাতালানদের হয়ে ১৪ ম্যাচে করেছেন ১৩টি গোল। বার্সার সেরা তারকা লিওনেল মেসির অনুপস্থিতিতে লুইস এনরিকের দলে ভরসার নাম বেনে গেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, ১৯ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।