ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

ফ্রান্সে অ্যাওয়ে সমর্থকদের নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
ফ্রান্সে অ্যাওয়ে সমর্থকদের নিষেধাজ্ঞা ছবি : সংগৃহীত

ঢাকা: প্যারিস হামলার ক’দিন পেরিয়ে গেলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি দেশটিতে। পুরো ফ্রান্স জুড়ে আরও কঠোর করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

বিশেষ করে স্টেডিয়াম পাড়ায় বাড়ানো হয়েছে নজরদারি। এরই ধারাবাহিকতায় নতুন একটি পদক্ষেপ নিয়েছে দেশটির প্রশাসন। তবে এতে বিপাকে পড়বেন খেলা দেখতে যাওয়া অ্যাওয়ে সমর্থকরা।

ফুটবলের আন্তর্জাতিক সূচির পর আবারও শুরু হচ্ছে ঘরোয়া লিগের খেলা। আগামী সপ্তাহে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে নামছে বড় দলগুলো। তবে নিরাপত্তার খাতিরে অ্যাওয়ে সমর্থকদের মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আগামী শনিবার লোরেন্টের বিপক্ষে খেলতে যাচ্ছে বর্তমান লিগ চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। আর এ ম্যাচে সন্ত্রাসীদের হামলায় ১৩২ জন নিহতদের স্মরণে পরিধান করা হবে বিশেষ জার্সি। যেখানে জার্সিটিতে ফ্রেঞ্চ ভাষায় লেখা থাকবে ‘জে সুইস প্যারিস’ যার বাংলা অর্থ দাঁড়ায় ‘আমরা প্যারিসের পাশে আছি’।

প্যারিস হামলার দিন স্তেদে দ্যা ফ্রান্সে জার্মানের বিপক্ষে মাঠে নেমেছিল ফ্রান্স জাতীয় দল। খেলা চলাকালীন স্টেডিয়ামের বাইরে বোমা ফাটানো হয়। সেই হামলায় নিহত হন তিনজন। তবে মাঠের ভেতর হামলার কোন প্রভাব পড়েনি।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ১৯ নভেম্বর, ২০১৫
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।