ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

প্যারিস ট্র্যাজেডি স্মরণে স্মারক জার্সিতে পিএসজি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
প্যারিস ট্র্যাজেডি স্মরণে স্মারক জার্সিতে পিএসজি ছবি : সংগৃহীত

ঢাকা: ফ্রান্সে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে বিশেষ জার্সি পরে মাঠে নামবে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এর খেলোয়াড়রা। ক্লাবের লোগার নিচের অংশে লেখা থাকবে ‘জে সুইস প্যারিস’।

অফিসিয়াল টুইটার বার্তায় বিষয়টি নিশ্চিত করে ক্লাব কর্তৃপক্ষ।

আগামী ২১ নভেম্বর (শনিবার) ফ্রেঞ্চ লিগের ম্যাচে স্বাগতিক লরিয়েন্তের মুখোমুখি হবে লঁরা ব্লাঁর শিষ্যরা। প্যারিসে জঙ্গি হামলার পর প্রথমবার মাঠে নামতে যাচ্ছে পিএসজি। এ ম্যাচেই স্মারক জার্সি গায়ে জড়াবেন ডি মারিয়া-ইব্রাহিমোভিচরা।

সম্প্রতি প্যারিসে ভয়াবহ জঙ্গি হামলা চালায় সন্ত্রাসীরা। সে সময় ফ্রান্স ও জার্মানির মধ্যকার প্রীতি ম্যাচ চলছিল। অবশ্য স্টেডিয়ামে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বিঘ্নেই ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পগবা-মাতুইদিরা।

ভয়াবহ এ হামলায় ১৩০ জনের বেশি মানুষ মারা যান। আহত হন শতাধিক। বিশ্বকে স্তব্ধ করে দেওয়া মর্মান্তিক এ ঘটনার প্রভাব পড়ে আন্তর্জাতিক ম্যাচের সূচিতে। ক’দিন আগেই বেলজিয়ামের বিপক্ষে স্পেনের পূর্ব নির্ধারিত প্রীতি ম্যাচটি স্থগিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।