ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

‘এল ক্লাসিকো’র মহাতারকাদের সম্মিলিত দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
‘এল ক্লাসিকো’র মহাতারকাদের সম্মিলিত দল

ঢাকা: বিশ্বফুটবলের ক্লাব পর্যায়ে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা দুটি অনন্য নাম। শত বছর ধরে এই দুটি ক্লাব চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে খ্যাত।

আর এ দু’দলের মধ্যকার লড়াইও পেয়েছে এক শৈল্পিক নাম ‘এল ক্লাসিকো’।

আন্তর্জাতিক বিরতি থেকে ফিরেই আগামী ২১ নভেম্বর (শনিবার) লা লিগায় মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত সোয়া ১১টায় রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে 'মহারণে' নামবে দুই দল।

ধ্রুপদী এ লড়াইয়ের আগে মহারণের অপেক্ষায় অপেক্ষমাণ দুনিয়ার তাবৎ ফুটবলপ্রেমী। ১৯০২ সালে দল দুটি প্রথমবার মুখোমুখি হওয়ার পর থেকেই এটা চলে আসছে। তবে, অতীতের যেকোনো সময়ের চেয়ে সাম্প্রতিক সময়ের এল ক্লাসিকোর উত্তাপ অনেক বেশি। ৯০ মিনিটের একটি ম্যাচেই হাজির হয় বিশ্বফুটবল প্রেমীদের চোখ জোড়া।

আর এ ম্যাচকে ঘিরে ফুটবলের বিশ্বখ্যাত অনলাইন নিউজ পোর্টাল ‘ইএসপিএন এফসি’ প্রকাশ করেছে বর্তমান দুই দলের সেরা তারকাদের স্বমন্বয়ে একটি দল। যে দলে বার্সার থেকে রয়েছেন ছয়জন। বাকি পাঁচজন রিয়ালের তারকা।

রিয়াল-বার্সার সম্মিলিত দলটিতে রয়েছেন কেইলর নাভাস, মার্সেলো, জিরার্ড পিকে, সার্জিও রামোস, দানি আলভেজ, লুইস সুয়ারেজ, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, লিওনেল মেসি, লুকা মদ্রিচ, আন্দ্রেস ইনিয়েস্তাদের মতো বিশ্ব তারকারা।

আক্রমণভাগের অগ্রভাগে থাকছেন উরুগুয়ের বার্সা তারকা সুয়ারেজ। লিভারপুলের সাবেক এ তারকার পেছনে রয়েছেন ব্রাজিল অধিনায়ক নেইমার (বার্সা), আর্জেন্টাইন অধিনায়ক মেসি (বার্সা) আর পর্তুগিজ অধিনায়ক রোনালদো (রিয়াল)। এ তিন বিশ্বসেরার পেছনে মাঝমাঠের দায়িত্বে থাকবেন স্প্যানিশ সেরা ইনিয়েস্তা (বার্সা) এবং ক্রোয়েশিয়ার তারকা মদ্রিচ (রিয়াল)।

গোলরক্ষক হিসেবে থাকবেন রিয়ালের কোস্টারিকান তারকা কেইলর নাভাস। তার সামনে থেকে নিজেদের ডিফেন্স সামলাবেন ব্রাজিলের রিয়াল তারকা মার্সেলো, বার্সার ব্রাজিল তারকা দানি আলভেজ, স্পেনের সার্জিও রামোস (রিয়াল) এবং পিকে (বার্সা)।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ১৯ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।