ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

রাকিব রানার-আপ, রাজীব তৃতীয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
রাকিব রানার-আপ, রাজীব তৃতীয়

ঢাকা: সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৪১তম জাতীয় ‘এ’ দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব রানার-আপ হবার গৌরব অর্জন করেছেন।

প্লে-অফ ম্যাচে নিজ দলের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীবকে ২-১ গেমে পরাজিত করে রানার-আপ হন রাকিব।

রাজীব তৃতীয় স্থান লাভ করেন।

চূড়ান্ত রাউন্ড শেষে রাকিব ও রাজীব ১০ পয়েন্ট করে অর্জন করায় রানার-আপ ও তৃতীয় স্থানের জন্য বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্লে-অফ ম্যাচে অংশ নেন।

প্রথম ও দ্বিতীয় গেম ড্র হলে সাডেন ডেথ পদ্ধতিতে তৃতীয় গেমে রাকিব জয়ী হন। বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন এবারের জাতীয় দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হন।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, ১৯ নভেম্বর ২০১৫
এমআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।