ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

মেসিকে পাশে চান ইনিয়েস্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
মেসিকে পাশে চান ইনিয়েস্তা ছবি: সংগৃহীত

ঢাকা: অনিশ্চয়তা যেন কাটছেই না। শেষ পর্যন্ত কী মাঠে নামবেন লিওনেল মেসি? মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে আর্জেন্টাইন তারকার খেলার ব্যাপারে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।

বার্সেলোনার পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি। গুজব রটে, বদলি খেলোয়াড়ের ভূমিকায় থাকতে পারেন মেসি। তা নিয়েও রয়েছে সংশয়।

কিন্তু, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঠিকই মাঠে ফিরবেন মেসি। এমন আশাবাদই ব্যক্ত করেছেন অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। অবশ্য, শুরুর একাদশে মেসি থাকবেন কিনা  তা দেখার জন্য খেলা শুরু হওয়া পর্যন্ত ভক্ত-সমর্থকদের অপেক্ষায় থাকতে হবে।

এক সাক্ষাৎকারে ইনিয়েস্তা বলেন, ‘বর্তমানে বেশ অবস্থায় রয়েছে মেসি। আশা করছি, রিয়ালের বিপক্ষে এক সঙ্গেই মাঠে নামতে পারবো। তার ফিটনেস নিয়ে আমরা সবাই আশাবাদী। মেসি শুরুর একাদশে থাকলে আমাদের জয়ের সম্ভাবনাও বেড়ে যাবে। তবে তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে সঠিক সিদ্ধান্তই নিতে হবে। ’

শনিবার (২১ নভেম্বর) রিয়ালের মুখোমুখি হবে বার্সা। বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত সোয়া ১১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর লাস পালমাসের বিপক্ষে হাঁটুর ইনজুরিতে ভুগে ৭-৮ সপ্তাহের জন্য ছিটকে যান মেসি।   অবশ্য, তার অনুপস্থিতিতে এখন পর্যন্ত নয় ম্যাচের মধ্যে সাতটিতেই জয়লাভ করে বার্সা। শুধুমাত্র মেসিবিহীন প্রথম ম্যাচেই সেভিয়ার বিপক্ষে ২-১ গোলে হার মানে কাতালানরা।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।