ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

জেলা ফুটবলে বাংলাদেশ পুলিশের জয়

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
জেলা ফুটবলে বাংলাদেশ পুলিশের জয়

ঢাকা: নিটল টাটা শেখ কামাল জেলা ফুটবল লিগে জয় পেয়েছে বাংলাদেশ পুলিশ। উদ্বোধনী ম্যাচে প্রগতি সংঘকে তারা হারিয়েছে ২-০ গোলের ব্যবধানে।



রোববার (২২ নভেম্বর) ময়মনসিংহ জেলা ফুটবল স্টেডিয়ামে প্রথমার্ধেই পুরো মাঠ নিজেদের দখলে নিয়ে নেয় বাংলাদেশ পুলিশ। ফলে প্রথমার্ধের ২৩ মিনিটে খলিলুরের গোলে ১-০ তে এগিয়ে যায় বাংলাদেশ পুলিশ। এর ঠিক চার মিনিট পর ওয়াহিদুলের গোল দলটিকে ২-০ এর লিড এনে দিলে অনেকটা নির্ভার হয়েই বিরতিতে যায় বাংলাদেশ পুলিশ দল।

তবে, দ্বিতীয়ার্ধের খেলায় ফিরতে চেয়েছিল প্রগতি সংঘ। কিন্তু বাংলাদেশ পুলিশের গড়া রক্ষণ দেয়ালে তাদের সব আক্রমন ব্যাহত হলে খেলা শেষে ২-০ এর জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ পুলিশ দল।
     
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ২২ নভেম্বর ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।