ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

ফেদেরারকে হারিয়ে জোকোভিচের রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
ফেদেরারকে হারিয়ে জোকোভিচের রেকর্ড ছবি: সংগৃহীত

ঢাকা: জোকোভিচের জয়জয়কার চলছেই। সুইস কিংবদন্তি রজার ফেদেরারকে হারিয়ে রেকর্ড টানা চারবার এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের শিরোপা জিতেছেন সার্বিয়ান টেনিস তারকা।

ফেদেরারের হারের সুবাদে র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে থেকেই বছর শেষ করলেন অ্যান্ডি মারে।

চলতি বছরের শেষ টেনিস ইভেন্টে সহজেই ফেদেরারকে হারিয়ে দেন জোকোভিচ। লন্ডনের জিরো টু অ্যারেনায় প্রথম সেটটি ৬-৩ গেমে জিতে নেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। ম্যাচে ফিরতে পরের সেটে সুইস তারকা প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত ৬-৪ গেমের জয়ে শিরোপা নিশ্চিত করেন জোকোভিচ।

২০১৫ সালটি জোকোভিচের ক্যারিয়ারের সেরা মৌসুমই বলা চলে। ৮২-৬ রেকর্ডের পাশাপাশি ১১টি শিরোপা ও তিনটি গ্রান্ড স্লামে বছর শেষ করলেন ২৮ বছর বয়সী এ টেনিস সেনসেশন।

এ বছর ক্যালেন্ডার গ্রান্ড স্লাম জেতারও হাতছানি ছিল জোকোভিচের সামনে। চারটি গ্রান্ড স্লামের মধ্যে তিনটিতেই (অস্ট্রেলিয়ান, উইম্বলডন ও ইউএস ওপেন) তিনি চ্যাম্পিয়ন হন। শুধুমাত্র ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেই স্ট্যান ওয়ারিঙ্কার বিপক্ষে তার শিরোপা হাতছাড়া হয়। এই একটিমাত্র আসরে তিনবার ফাইনালে উঠেও এখনো শিরোপার স্বাদ নিতে পারেননি জোকোভিচ।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।