ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

শিরোপা জিতলো কালিগঞ্জ উপজেলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
শিরোপা জিতলো কালিগঞ্জ উপজেলা ছবি : সংগৃহীত

সাতক্ষীরা: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে, দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় এবং সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ‘ওয়ালটন জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৫ (সাতক্ষীরা)’ এর শিরোপা জিতেছে কালিগঞ্জ উপজেলা।

এগারো দিন ব্যাপী এই টুর্নামেন্টটি মঙ্গলবার (২৪ নভেম্বর) পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়।

টুর্নামেন্টের শিরোপা জিততে ফাইনালে কালিগঞ্জ উপজেলা ২-০ গোলে পরাজিত করে আশাশুনি উপজেলা দলকে।

বিকেল সাড়ে তিনটায় হাজার হাজার দর্শক ভর্তি সাতক্ষীরা জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের শুরু থেকেই গোলের জন্য আক্রমন, পাল্টা-আক্রমন করে খেলতে থাকে দু’দলের খেলোয়াড়রা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার ১০ মিনিটের সময় মাঝমাঠ থেকে শট নিয়ে দুর্দান্ত গোল করে কালিগঞ্জকে এগিয়ে নেন বিদেশি ফুটবলার আইকে।

এরপরই গোল পরিশোধ করে খেলায় ফেরার চেষ্টা করে আশাশুনি উপজেলা। তবে, তৌহিদ প্রথমার্ধের দ্বিতীয় গোলটি করলে আশাশুনির বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কালিগঞ্জ। বিরতির পর দ্বিতীয়র্ধের খেলা গোলশূন্য ভাবে শেষ হয়। রেফারির শেষ বাঁশি বাজলে শিরোপা জয়ের আনন্দে মেতে উঠে কালিগঞ্জ দলের খেলোয়াড় ও সমর্থকরা।

ফাইনাল ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের বিদেশি ফুটবলার আইকে।

ওয়ালটন জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের (সাতক্ষীরা) পঞ্চম আসরে আটটি দল অংশ নেয়। যার মধ্যে সাতক্ষীরার সাতটি উপজেলা ও সাতক্ষীরা পৌরসভার একটি দল ছিলো। দলগুলো হল- সাতক্ষীরা সদর, আশাশুনি, কালিগঞ্জ, কলারোয়া, তালা,  দেবহাটা, শ্যামনগর ও সাতক্ষীরা পৌরসভা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জনাব মীর মোস্তাক আহম্মেদ রবি, সংসদ সদ্যস সাতক্ষীরা-৩। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব চৌধুরী মঞ্জুরুল কবির, পিপিএম (বার), পুলিশ সুপার, সাতক্ষীরা ও জনাব মনসুর আহম্মেদ, প্রশাসক, জেলা পরিষদ সাতক্ষীরা এবং মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সাতক্ষীরা। আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ও জেলা অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব নাজমুল আহসান, জেলা প্রশাসক ও প্রধান উপদেষ্টা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ২৪ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।