ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

বাংলাদেশ ফুটবলে নতুন মৌসুম

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
বাংলাদেশ ফুটবলে নতুন মৌসুম

ঢাকা: দেখতে দেখতে বাংলাদেশ ফুটবল থেকে বিদায় নিল আরও একটি মৌসুম। এবার পালা নতুন মৌসুমের।

আর নতুন এই ফুটবল বছরকে সামনে রেখে আসছে ২৬ ডিসেম্বর থেকে দলবদল শুরু করবে বাংলাদেশ ফুটবল।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পেশাদার লিগ কমিটির ৫৯তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী আগামী মৌসুম (২০১৫-১৬) এ বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নেবে ১২টি দল।

এছাড়াও নতুন মৌসুমকে সামনে রেখে ক্লাবগুলো দেশি ও বিদেশি খেলোয়াড়রা রেজিস্ট্রেশন করতে পারবে ২৬ ডিসেম্বর থেকে। এক্ষেত্রে দেশি ফুটবলারদের রেজিস্ট্রেশনের তারিখ ১৫ ফেব্রুয়ারি শেষ হলে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাবগুলো বিদেশি ফুটবলারদের নিতে পারবে। আর এর ধারাবাহিকতায় ক্লাবগুলো রেজিস্ট্রেশন করাতে পরবে ৪ জন বিদেশি এবং মাঠে নামাতে পারবে ৩ জন বিদেশি ফুটবলারকে।

মার্চে স্বাধীনতা কাপ দিয়ে শুরু হবে ২০১৫-১৬ মৌসুমের খেলা। পাশাপাশি একই মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে অংশগ্রহনকারী ক্লাবসমূহকে নিয়ে ইয়ুথ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ২৪ নভেম্বর ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।