ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

এককভাবে শীর্ষে বসির মেমোরিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এককভাবে শীর্ষে বসির মেমোরিয়াল ছবি : সংগৃহীত

ঢাকা: দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্সেল ব্যান্ড এর পৃষ্ঠাপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে মার্সেল প্রথম বিভাগ দাবা লিগ-২০১৫ এর চতুর্থ রাউন্ডের খেলা শেষে বসির মেমোরিয়াল চেস ক্লাব ৮ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে।

৭ পয়েন্ট নিয়ে ফায়ার-সার্ভিস ও সিভিল ডিফেন্স স্পোর্টস ক্লাব দ্বিতীয় ও ৬ পয়েন্ট নিয়ে একসেস চেস ক্লাব তৃতীয় স্থানে রয়েছে।



মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় বসির মেমোরিয়াল ৩-১ পয়েন্টে মহাখালী প্রদীপ সংঘকে, ফায়ার-সার্ভিস ও সিভিল ডিফেন্স স্পোর্টস ক্লাব ২.৫-১.৫ পয়েন্টে সাইফ পাওয়ারটেককে, একসেস চেস ক্লাব ৩-১ পয়েন্টে অগ্রণী ব্যাংক দাবা দলকে, মীর চেস ক্লাব ৩.৫-০.৫ পয়েন্টে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ও দেবদাস বিশ্বাস স্মৃতি সংসদ ৩-১ পয়েন্টে ক্যাসপারভ চেস স্কুলকে পরাজিত করে।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ২৪ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।