ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

গ্রিজম্যানের জোড়া গোলে শীর্ষে অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
গ্রিজম্যানের জোড়া গোলে শীর্ষে অ্যাতলেতিকো ছবি: সংগৃহীত

ঢাকা: মাদ্রিদের ভিসেন্তে দেল কালদেরনে ঘরের মাঠে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে মাঠে নামে দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো মাদ্রিদ। গ্রুপ ‘সি’র পঞ্চম রাউন্ডের এ ম্যাচে গ্যালাতাসারেকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করলো অ্যাতলেতিকো।



অ্যান্তোনি গ্রিজম্যানের জোড়া গোলে গ্যালাতাসারেকে হারিয়ে গ্রুপ পর্বের টেবিলে ৫ ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে সিমিওন শিষ্যরা। সমান ম্যাচে সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকা বেনফিকা টেবিলের দুই নম্বরে।

চেনা মাঠ আর চেনা পরিবেশে দুই অর্ধে দুটি গোল করেন গ্রিজম্যান। অ্যাতলেতিকোর এ গোল মেশিন ম্যাচের ১৩ মিনিটে দলকে লিড পাইয়ে দেন। গ্যাবির অ্যাসিস্ট থেকে গোলটি করেন তিনি।

দলের দ্বিতীয় গোলের স্কোরকার্ডে নামের কোনো পরিবর্তন হয়নি। সময় পরিবর্তন হয়ে ম্যাচের ৬৫ মিনিটের মাথায় গ্যাবির অ্যাসিস্টে দলের ও নিজের দ্বিতীয় গোলটি করেন গ্রিজম্যান।

অ্যাতলেতিকোর হয়ে তুর্কিশ চ্যাম্পিয়ন গ্যালাতাসারের বিপক্ষে মাঠে নেমেছিলেন ওব্লাক, গ্যামেজ, জিমিনেজ, দিয়েগো গডিন, ফিলিপে, কোকে, গ্যাবি, থিয়াগো, ক্যারাসকো, ফার্নান্দো তোরেস আর গ্রিজম্যান। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন লুসিয়ানো ভিয়েত্তো, অলিভার তোরেস আর সাউলের মতো তারকারা।

গ্রুপের অপর ম্যাচে বেনফিকাকে রুখে দিয়ে ২-২ গোলের ড্র করেছে আসটানা।

বাংলাদেশ সময়: ০৪১০ ঘণ্টা, ২৬ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।