ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

ডিসেম্বরের শেষ দিকে রামোসকে পাবে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
ডিসেম্বরের শেষ দিকে রামোসকে পাবে রিয়াল ছবি : সংগৃহীত

ঢাকা: গত সেপ্টেম্বরে শাখতার দোনেস্কের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে চোট পেয়েছিলেন সার্জিও রামোস। কাঁধের সেই আঘাতটাই কাল হয়ে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ তারকার।

আরও কমপক্ষে আটটি ম্যাচে মাঠে নামতে পারবেন না ২৯ বছর বয়সী রিয়াল ডিফেন্ডার।

কাঁধের আঘাত নিয়েও রিয়ালের হয়ে এরপর থেকে কিছু ম্যাচে মাঠে নামেন রামোস। গুরুত্বপূর্ণ ম্যাচে পিএসজি, অ্যাতলেতিকো মাদ্রিদ, সেল্টাভিগো, সেভিয়া আর বার্সেলোনার বিপক্ষে ম্যাচে নেমেছিলেন তিনি। তবে, ব্যথানাশক ইনজেকশন নিয়ে মাঠে নেমেছিলেন রামোস।

এল ক্লাসিকোর সর্বশেষ ম্যাচে বার্সার বিপক্ষে ব্যথানাশক ইনজেকশন নিয়ে মাঠে নামা রামোস চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগে শাখতার দোনেস্কের বিপক্ষে খেলেননি। অস্ত্রোপচারের আশঙ্কায় থাকা এ তারকা ফুটবলারকে নিয়ে শঙ্কায় ছিলো রিয়াল। তবে, অবশেষে অস্ত্রোপচারের প্রয়োজন পড়ছে না তার।

ক্লাব কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচার এড়াতে রামোসকে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে। দলের মেডিকেল বোর্ড জানায়, কমপক্ষে আরও একমাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। ডিসেম্বরের শেষ দিকে মাঠে নামার উপযোগি হবেন রামোস। এর মধ্যে রিয়ালকে লড়তে হবে এইবার, ক্যাদিজ (দুইটি ম্যাচ), গেটাফে, মালমো, ভিয়ারিয়াল এবং রায়ো ভালকানোর বিপক্ষে। ডিসেম্বরের শেষ দিকে বছরের শেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামার সমূহ সম্ভাবনা রয়েছে রামোসের।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ২৬ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।