ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

গার্দিওলাকে ‘অমানুষ’ বললেন ইব্রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
গার্দিওলাকে ‘অমানুষ’ বললেন ইব্রা ছবি : সংগৃহীত

ঢাকা: বরাবরই পেপ গার্দিওলার সমালোচনায় মাতেন জ্লাতান ইব্রাহিমোভিচ। এবার তো রীতিমত স্প্যানিশ কোচকে ‘অমানুষ’ বলেই মন্তব্য করলেন সুইডিশ তারকা।

বার্সেলোনার হয়ে খেলার  সময়ই গার্দিওলার সঙ্গে ইব্রার দ্বন্দ্বের সূত্রপাত। তাইতো এক মৌসুম (২০০৯-১০) কাটিয়েই তিনি ন্যু ক্যাম্প ছেড়েছিলেন!

ক্লাব ফুটবলে ১৪ বছর আগে সুইডেন (মালমো) ছাড়ার পর নেদারল্যান্ডস (আয়াক্স), ইতালি (জুভেন্টাস ও ইন্টার মিলান), স্পেন (বার্সা) হয়ে ফ্রেঞ্চ লিগের শীর্ষ পর্যায়ের ক্লাবের (পিএসজি) হয়ে খেলছেন ইব্রাহিমোভিচ। সব জায়গাতেই অনেক সম্মান পেয়েছেন বলে নিশ্চিত করেন ৩৪ বছর বয়সী এ স্ট্রাইকার। বলাই বাহুল্য, সুইডিশ তারকার ক্লাব ফুটবল ক্যারিয়ারটা যেন সফলতায় মোড়ানো।

সিএনএন কে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে গার্দিওলার ব্যক্তিত্বের সমালোচনার পাশাপাশি সাবেক কোচ হোসে মরিনহো ও কার্লো আনচেলত্তির ভূয়সী প্রশংসা করেন ইব্রাহিমোভিচ। জানা যায়, নিজের আত্মজীবনীতেই গার্দিওলাকে ‘মেরুদন্ডহীন ভীরু’ ব্যক্তি হিসেবে দাঁড় করান পিএসজি তারকা।

ইব্রা বলেন, ‘যাই হোক, একজন কোচ হিসেবে গার্দিওলা চমৎকার ছিলেন। কিন্তু ব্যক্তি গার্দিওলা সম্পর্কে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। এটা অন্য কিছুই হবে। তিনি মানুষ নন। এর বেশি কিছু বলতে চাই না। ’

অন্যদিকে, মরিনহোর অধীনে ইন্টার (২০০৬-০৯)  ও পিএসজির কোচ থাকাকালীন আনচেলত্তির অধীনে খেলেন ইব্রা। দু’জনকেই তিনি প্রশংসায় ভাসিয়েছেন, ‘কোচ হিসেবে তো বটেই, মানুষ হিসেবেও আনচেলত্তি অসাধারণ। আর মরিনহোর কোচিং দক্ষতা প্রশ্নাতীত। তিনি জানেন, কীভাবে ম্যাচ জিততে হয়। ’

এদিকে, ২০১৫-১৬ মৌসুম শেষেই পিএসজির সঙ্গে ইব্রাহিমোভিচের চুক্তির মেয়াদ শেষ হবে। ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা চুক্তি নবায়ন করবে কিনা তা এখনো নিশ্চিত নয়। অন্যদিকে, ২০১৬ ইউরো শেষেই তিনি সুইডেনের হয়ে আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে পারেন।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।