ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

লিভারপুলে ক্লপের প্রথম পুরস্কার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
লিভারপুলে ক্লপের প্রথম পুরস্কার ছবি: সংগৃহীত

ঢাকা: দু’মাস আগে লিভারপুলের কোচ হিসেবে নাম লেখান ইয়ুর্গান ক্লপ। ইংলিশ প্রিমিয়ার লিগে কোন রকম পারর্ফম করা অল রেডসরা ইতোমধ্যে জার্মান এ কোচের অধীনে সুবাতাস পাওয়া শুরু করেছে।



গত অক্টোবরে ব্রেন্ডন রজার্সের পর অ্যানফিল্ডে কোচ হিসেবে দায়িত্ব পান ক্লপ। আর এর দু’মাস পরেই সপ্তাহের সেরা কোচের পুরস্কার উঠলো সাবেক বুরুশিয়া ডর্টমুন্ড কোচের হাতে। লিগ ম্যানেজার অ্যাসোসিয়েশনের নির্বাচনে পুরস্কারটি পান তিনি।

ক্লপের হাতে পুরস্কারটি ওঠে মূলত এ মৌসুমে উড়তে থাকা ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিভারপুলের জয়ের পর। ম্যাচে ফিলিপ কোতিনহো, রবার্তো ফিরমিনহো ও মার্টিন স্কার্টেলের অসাধারণ পারফরম্যান্সে সিটিজেনদের ৪-১ গোলে উড়িয়ে দেয় লিভারপুল।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ২৮ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।