ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

বরিশালে অগ্রণী ব্যাংকের ক্রীড়া প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
বরিশালে অগ্রণী ব্যাংকের ক্রীড়া প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালে অগ্রণী ব্যাংক লিমিটেডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

অগ্রনী ব্যাংক বরিশাল অঞ্চল ও সার্কেল সচিবালয়ের আয়োজনে শনিবার(২৮ নভেম্বর) সকাল ৯টায় বরিশাল বঙ্গবন্ধু উদ্যান (বেলস পার্ক) মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৫ অনুষ্ঠিত হয়।



ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অগ্রণী ব্যাংকের পরিচালক অ্যাডভোকেট বলরাম পোদ্দার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রনী ব্যাংক বরিশাল সার্কেলের মহাব্যবস্থাপক বাবুল কুমার সাহা রায়।

সেখানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের বরিশাল অঞ্চলের উপব্যবস্থাপক মো.কামরুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।