ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

বার্সা স্কোয়াডে ফিরলেন মাশ্চেরানো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
বার্সা স্কোয়াডে ফিরলেন মাশ্চেরানো ছবি: সংগৃহীত

ঢাকা: পেশীর ইনজুরি থেকে সুস্থ হয়ে বার্সেলোনার স্কোয়াডে আবারও ফিরলেন জাভিয়ার মাশ্চেরানো। শনিবার লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে কাতালান দলে দেখা যেতে পারে অভিজ্ঞ এ ডিফেন্সিভ মিডফিল্ডারকে।



মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সার ৪-০ গোলে জয়ের ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন আর্জেন্টাইন এ ফুটবলার। পরে চ্যাম্পিয়নস লিগের খেলায় রোমার বিপক্ষে খেলতে পারেননি তিনি। সে ম্যাচে বার্সা ৬-১ গোলে উড়িয়ে দিয়েছিল ইতালিয়ান দলটিকে।

সোসিয়েদাদের বিপক্ষে শুরুর একাদশে মাঠে দেখা যেতে পারে মাশ্চেরানোকে। কারণ রোমার বিপক্ষে খেলতে গিয়ে মিডফিল্ডার সার্জিও রোবের্টো অ্যাঙ্কেলের সমস্যায় পড়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ২৮ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।