ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

১৪ ম্যাচে অপরাজিত বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
১৪ ম্যাচে অপরাজিত বায়ার্ন ছবি: সংগৃহীত

ঢাকা: চলতি মৌসুমে এখন পর্যন্ত হারের মুখ না দেখা বায়ার্ন মিউনিখের জয়রথ ছুটছেই। সর্বশেষ হারথা বার্লিনের বিপক্ষে ২-০ গোলে জিতে টানা ১৪ ম্যাচ অপরাজিত রইল পেপ গার্দিওলার শিষ্যরা।

দলের হয়ে একটি করে গোল করেন থমাস মুলর ও কিংসলে কোম্যান।

ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারিনায় এদিন খেলতে নামে বায়ার্ন। ম্যাচের ৩৪ মিনিটে দলের হয়ে লিড নেন জার্মান স্ট্রাইকার মুলার। আর সাত মিনিট পরে দলের লিড দ্বিগুন করেন কোম্যান। ম্যাচের বাকি সময় স্বাগতিকরা আরও কয়েকটি সুযোগ পেলেও আর কোন গোল আদায় করে নিতে পারেনি।

২০১৫-১৬ মৌসুমে ১৪ ম্যাচের মধ্যে বায়ার্ন ১৩টিতেই জিতে নিয়েছে। এরআগে ১১তম ম্যাচে এনট্রাচ্ট ফ্রাঙ্কফুটের বিপক্ষে একমাত্র ম্যাচে ড্র করেছিল বাভারিয়ানরা। লিগ টেবিলে ১৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে দলটি।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, ২৯ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।