ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

কাতালানদের পিছু ছাড়ছে না অ্যাতলেটিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
কাতালানদের পিছু ছাড়ছে না অ্যাতলেটিকো ছবি : সংগৃহীত

ঢাকা: অ্যান্তোনিও গ্রিজম্যানের একমাত্র গোলে এসপিনায়ওলের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। আর এ জয়ের ফলে শীর্ষে থাকা বার্সেলোনার পরেই অবস্থান করছে দলটি।



ঘরের মাঠ ভিসেন্তে কালদেরনে এদিন খেলতে নামে অ্যাতলেটিকো। তবে শুরুটা দুর্দান্ত করলেও পরে আর সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দিয়েগো সিমিওনের শিষ্যরা।

এদিন ম্যাচের তিন মিনিটেই লিড নেয় স্বাগতিকরা। অলিভার তোরেস মুনজোর সহায়তায় গোলটি করেন ফ্রেঞ্চ জাতীয় ফুটবল মিডফিল্ডার গ্রিজম্যান। তবে ম্যাচের বাকি সময় আর কেউ গোল না করতে পারায় ১-০ ব্যবধানের জয়ই সন্তুষ্ট থাকতে হয় দলটিকে।

এ জয়ের ফলে ১৩ ম্যাচ শেষে ২৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে ‍অ্যাতলেটিকো। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। কাতালানরা গত রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-০ গোলে জেতে।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, ২৯ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।