ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

কোপা দেল রে’র ম্যাচে বিশ্রামে মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
কোপা দেল রে’র ম্যাচে বিশ্রামে মেসি ছবি: সংগৃহীত

ঢাকা: দুর্বল ভিয়ানোভেনসের বিপক্ষে কোপা দেল রে’র দ্বিতীয় লেগের ম্যাচে বিশ্রামে থাকবেন বার্সেলোনা স্ট্রাইকার লিওনেল মেসি। তবে দলের অন্য দুই তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ ও নেইমারকে এ ম্যাচে রাখছেন কোচ লুইস এনরিক।



বুধবার (০৩ নভেম্বর) রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে ভিয়ানোভেনসকে আতিথিয়েতা জানাবে বার্সা। বাংলাদেশ সময় রাত একটায় মুখোমুখি হবে দু’দল। প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

এরআগে দীর্ঘ ইনজুরি শেষে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্ল্যাসিকোর ম্যাচে ফিরেছিলেন মেসি। তবে ৪-০ গোলে জয় পাওয়া সে ম্যাচে খেলার দ্বিতীয়ার্ধে মাঠে নামেন  আর্জেন্টাইন অধিনায়ক। কিন্তু চ্যাম্পিয়নস লিগে রোমা ও লা লিগার ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে স্বরুপে ফিরেছিলেন মেসি।

এদিকে তৃতীয় বিভাগের দল ভিয়ানোভেনসের বিপক্ষে মেসিকে খেলিয়ে ঝুকি নিতে চান না কাতালান বস এনরিক। লিগের পরের ম্যাচে ভ্যালেন্সিয়া ও এ মাসের শেষে ক্লাব বিশ্বকাপে মেসিকে মাঠে নামাতেই হয়ত এনরিকে এমন সিদ্ধান্ত।

চারবারের ব্যালন ডি’অর জয়ী ছাড়াও এ ম্যাচে বিশ্রামে রাখা হয়েছে জেরাড পিকে, সার্জিও বুসকেটস ও ইভান রাকিটিচের মত তারকাদের।

এরআগে প্রথম লেগের খেলায় বার্সা প্রায় দ্বিতীয় বিভাগের ফুটবলারদের নিয়েই খেলিয়েছিল। তবে আগের ম্যাচটি গোলশূন্য থাকায় এবার দেখা যাবে ল্যাটিন আমেরিকান তারকা সুয়ারেজ ও নেইমারকে।

গত মৌসুমে অ্যাতলেটিক বিলবাওকে ফাইনালে হারিয়ে কোপা দেল রে’র শিরোপা জিতেছিল বার্সা। এরআগে ভিয়ারিয়াল, অ্যাতলেটিকো মাদ্রিদ, এলচে ও হুয়েসকাকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল এনরিকের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ০২ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।