ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

তিনে রোনালদো, শীর্ষে মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
তিনে রোনালদো, শীর্ষে মেসি ছবি: সংগৃহীত

ঢাকা: লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো কে সেরা, এই নিয়ে আলোচনা কম হয়নি। এই বিতর্কের শেষ বোধ হয় কোনো দিনই হবে না।

এক নম্বরে লিওনেল মেসি, দুইয়ে রোনালদো। কিংবা একে রোনালদো, দুইয়ে মেসি। গত সাত বছর ধরে ফুটবল সাম্রাজ্যটা এই দুজনেরই দখলে।

তবে, এক দিক দিয়ে মেসি অনেকটা এগিয়ে রোনালদোর থেকে। স্প্যানিশ লা লিগায় সর্বোচ্চ গোলদাতা হিসেবে আর্জেন্টাইন তারকা মেসি রয়েছেন তালিকায় এক নম্বরে। এখানে দুই নম্বরে থাকা এখনও সম্ভব হয়নি রোনালদোর। ছিলেন চার নম্বরে। লা লিগার সবশেষ ম্যাচে এইবারের বিপক্ষে একটি গোল করার পর তিনি উঠে এসেছেন তালিকায় তিন নম্বরে। আবার চলতি মৌসুমে লা লিগার আসরে মেসির থেকে গোল করার দিক দিয়ে অনেক এগিয়ে রোনালদো।

পর্তুগিজ তারকা রোনালদোর এখন লা লিগায় গোল সংখ্যা ২৩৪টি। সমান সংখ্যক গোল রয়েছে মেক্সিকান কিংবদন্তি ফুটবলার রিয়াল এবং অ্যাতলেতিকো মাদ্রিদের সাবেক তারকা হুগো সানচেজের। রোনালদোর সামনে এখন দুইজন। এ তালিকায় দুই নম্বরে রয়েছেন অ্যাতলেটিক বিলবাওয়ের কিংবদন্তি স্প্যানিশ ফরোয়ার্ড তেমো জারা। ক্লাব পর্যায়ে ৩৯৭ ম্যাচে ৩৪৯ গোল করা এ তারকার লা লিগায় গোল ২৫১টি।

তালিকার শীর্ষ পাঁচে রয়েছেন স্পেনের ফুটবল জাদুকর রিয়ালের সাবেক তারকা স্ট্রাইকার রাউল গঞ্জালেজ। দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে ক্লাব পর্যায়ে ৯২৩ ম্যাচে ৩৮৮ গোল করা রাউল লা লিগায় গোল করেন ২২৮টি।

এ তালিকার শীর্ষে বার্সেলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসি। ২৯০ গোল করে লা লিগায় সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে এক নম্বরে রয়েছেন তিনি। বার্সার হয়ে ৫২৭ ম্যাচে ৪৩২ গোল করা মেসি কাতালানদের হয়ে লা লিগায় এই গোল করেছেন ৩২৩টি ম্যাচ খেলে।

রোনালদো লা লিগায় মাঠে নেমেছেন ২১৩ ম্যাচে। এ টুর্নামেন্টে ২৩৪ গোল করা পর্তুগিজ তারকা ক্লাব ক্যারিয়ারে খেলেছেন ৬৪১টি ম্যাচ, যেখানে তার গোল ৪৫২টি। লা লিগার চলতি মৌসুমে মেসির থেকে অনেক এগিয়ে রোনালদো। মেসি যেখানে এ মৌসুমে ৮ ম্যাচ খেলে গোল করেছেন মাত্র ৪টি, সেখানে রোনালদো ১৩ ম্যাচ খেলে গোল করেছেন ৯টি। ১২ ম্যাচে ১৪ গোল করে শীর্ষে নেইমার। সমান ম্যাচে ১২ গোল করে সুয়ারেজ রয়েছেন তালিকার দুই নম্বরে। রোনালদো ঠিক উপরে রয়েছেন ১৩ ম্যাচে ১০ গোল করা অ্যাতলেটিক বিলবাওয়ের স্ট্রাইকার আদুরিজ।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ৩০ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।