ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

শেষ ষোলোয় এক পা অ্যাতলেতিকোর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
শেষ ষোলোয় এক পা অ্যাতলেতিকোর ছবি: সংগৃহীত

ঢাকা: জয় দিয়ে কোপা দেল রে মিশন শুরু করল অ্যাতলেতিকো মাদ্রিদ। তবে দ্বিতীয় সারির দল রিউস দেপোর্তিওর বিপক্ষে ঘাম ঝড়াতে হয় দিয়েগো সিমিওনের শিষ্যদের।

পিছিয়ে থেকে ২-১ গোলের জয় পায় অ্যাতলেতিকো।

চতুর্থ রাউন্ডের প্রথম লেগের ম্যাচে প্রথমে লিড নেয় দেপোর্তিও। ঘরের মাঠে ৩০ মিনিটের মাথায় দেপোর্তিওকে এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার ফ্রান্সিস্কো কার্বিয়া। তবে ছয় মিনিট পরই আর্জেন্টাইন স্ট্রাইকার লুসিয়ানো ভিয়েত্তোর গোলে ম্যাচে ফেরে অ্যাতলেতিকো। ১-১ সমতায় প্রথমার্ধ শেষ হয়।

দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে উল্টো অ্যাতলেতিকোকে লিড এনে দেন স্প্যানিশ মিডফিল্ডার সাউল নিগুয়েজ। সমতায় ফিরতে ভিজিটরদের ডিফেন্স দেয়াল ভাঙতে ব্যর্থ হয় স্বাগতিকরা। তাই ম্যাচ শেষে প্রত্যাশিত জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়নরা।

উল্লেখ্য, শেষ ষোলো নিশ্চিতে আগামী ১৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) ফিরতি পর্বের ম্যাচে দেপোর্তিওর মুখোমুখি হবে অ্যাতলেতিকো। ভিসেন্তে কালদেরনে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।