ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

রনির গোলে আরামবাগের জয়

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
রনির গোলে আরামবাগের জয় ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লিগ ফুটবলে জয় পেয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। ওয়ারি ক্লাবকে ২-১ গোলে হারিয়ে এ জয় তুলে নিয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাবটি।


 
এরআগে বুধবার (২ ডিসেম্বর) বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলার প্রথমার্ধের ১৩ মিনিটে সাজিদের গোলে ১-০ তে লিড পায় আরামবাগ। গোল হজম করে অবশ্য প্রথমার্ধেই ম্যাচে ফিরতে চেয়েছিল ওয়ারী। কিন্তু আরামবাগের শক্ত রক্ষণভাগের কারণে সেটা আর হয়ে উঠেনি। ফলে ১-০ তে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে আরামবাগ।
 
প্রথমার্ধে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ঠিকই খেলায় ফেরে ওয়ারি ক্লাব। ৫৮ মিনিটে রনির দারুণ এক গোলে খেলায় ১-১ এ সমতা আনে। তবে এই সমতা খুব বেশিক্ষণ ধরে রাকতে পারেনি ওয়ারি। কারণ ৬৯ মিনিটে আরামবাগের রনি ওয়ারি জালে বল জড়ালে খেলার নির্ধারিত সময় শেষে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আরামবাগ ক্রীড়া সংঘ।
 
বাংলদেশ সময়: ২০২০ ঘন্টা, ০২ ডিসেম্বর, ২০১৫
এইচএল/এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।