ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

খেলা

মেসি-নেইমারে ম্যানইউর ৩৫০ মিলিয়ন পাউন্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
মেসি-নেইমারে ম্যানইউর ৩৫০ মিলিয়ন পাউন্ড ছবি: সংগৃহীত

ঢাকা: গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে নেইমারকে ভাগিয়ে আনতে জোর প্রচেষ্টাই চালায় ম্যানচেস্টার ইউনাইটেড। এবার ব্রাজিলিয়ান তারকার সঙ্গে বার্সেলোনার মধ্যমনি লিওনেল মেসিকেও দলে ভেড়াতে তৎপর ইংলিশ জায়ান্টরা।

ইংল্যান্ডের সংবাদমাধ্যম ‘দ্য সান’র বরাত দিয়ে এমন খবরই প্রকাশ করেছে ‘মেট্রো’।

সূত্রমতে, বার্সার রাজস্ব আয়ের ৭৩ শতাংশই খেলোয়াড়দের বেতন বাবদ ব্যয় হচ্ছে। ক্লাবের আর্থিক খাতে ভারসাম্য আনতেই দলের শীর্ষ তারকাদের যে কাউকে বিক্রি করতে পারে বার্সা। এরই সুযোগ নিচ্ছে ম্যানইউ। জানা যায়, মেসি-নেইমারকে দলে টানতে ৩৫০ মিলিয়ন পাউন্ড নিয়ে প্রস্তুত হচ্ছে রেড ডেভিলসরা।

কিন্তু, যত যাই হোক, যাদের কাঁধে চড়ে কাতালানরা উড়ছে তাদেরকে কী এতো সহজেই হাতছাড়া করবে! যদিও এ বিষয়ে বার্সা কিংবা ম্যানইউ এখনো স্পষ্ট কোনো বিবৃতি দেয়নি। সবই গুজবের ছায়াতলে। আসছে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ম্যানইউ কেমন তোড়জোড় চালায় সেটিই এখন দেখার বিষয়!

এদিকে, অারেকটি সূত্রে জানা যায়, জুভেন্টাসের ইতালিয়ান কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে লুইস ফন গালের স্থলাভিষিক্ত করতে চায় ম্যানইউ। ডাচ কোচ নিজেই নাকি ওল্ড ট্রাফোর্ড ছাড়ার পরিকল্পনা করছেন। ২০১৭ সালে তার তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।