ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

খেলা

যৌথভাবে ৩৩তম স্থানে সিদ্দিকুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
যৌথভাবে ৩৩তম স্থানে সিদ্দিকুর ছবি : সংগৃহীত

ঢাকা: ভিয়েতনামের হো-ট্রাম ওপেনে প্রথম দিনটি ভালো যায়নি বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমানের। শুরুর দিন শেষে ৩৩তম স্থানে রয়েছেন সিদ্দিকুর।



১৫ লাখ ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টে অংশ নিয়ে প্রথম রাউন্ডে আরও ১১ জনের সঙ্গে যৌথভাবে ৩৩তম স্থানে আছেন দেশসেরা এ গলফার।
 
বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) পারের চেয়ে দুই শট কম খেলেছেন সিদ্দিকুর। প্রথম রাউন্ডে চারটি ‘বার্ডি’ করার পাশাপাশি দুইটি ‘বোগি’ করেন তিনি।
 
প্রথম রাউন্ডে পারের চেয়ে ৯ শট কম খেলে শীর্ষে আছেন দক্ষিণ কোরিয়ার চার্লি উই।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ০৩ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।